IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন এই ৫ তারকা! তালিকায় ২ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাকি মাত্র দুই সপ্তাহ। তারপরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম আসর। গত ৩ বছর করোনা আতংকের কারণে সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজন করা যায়নি টুর্নামেন্টে। কিন্তু এবার আবার একবার হোম-অ্যাওয়ে ফরম্যাটের ভিত্তিতে ফিরছে টুর্নামেন্টটি। এই টুর্নামেন্টে মূলত মানুষরা বিনোদন হিসেবেই দেখে। গগনচুম্বী ছক্কা, দৃষ্টিনন্দন চার প্রভৃতি দেখার জন্য টিভি স্ক্রিনে চোখ রাখে মানুষ। আজ এই প্রতিবেদনে আমরা দেখে নেবো ওই টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা মারা পাঁচ ক্রিকেটারকে।

pollard

৫. কাইরন পোলার্ড (Kieron Pollard): আইপিএলের সবচেয়ে জনপ্রিয় বিদেশী ক্রিকেটারদের মধ্যে একজন। শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে নয় একজন অলরাউন্ডার হিসেবে আইপিএলে প্রভূত সাফল্য পেয়েছেন তিনি। দুঃখের ব্যাপার যে আসন্ন আইপিএল থেকে তাকে আর দেখা যাবে না মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। আইপিএল থেকে অবসর নিয়ে নিয়েছেন তিনি। কিন্তু আইপিএলে ১৭১ টি ইনিংস খেলে তিনি মোট ২২৩ টি ছক্কা মেরে এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।

Chris Gayle,Kieron Pollard,AB de Villiers,Rohit Sharma,MS Dhoni,IPL,Sixers,IPL Records,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

৪. মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni): এই নামটি দেখে কারোরই আশ্চর্য হওয়ার কথা নয়। আইপিএল এর সবচেয়ে সফল অধিনায়ক এবং ক্রিকেটারদের মধ্যে একজন হলেন ক্যাপ্টেন কুল। আসন্ন আইপিএলটি সম্ভবত তার কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। এই ১৫ টি আইপিএল খেলে ধোনি মোট ২৩৪ ম্যাচে ২২৯টি ছক্কা মেরে এই তালিকায় ৪ নম্বরে রয়েছেন। নিজের শেষ আইপিএলে সেই সংখ্যাটা আরও বাড়াতে চাইবেন মাহি।

Chris Gayle,Kieron Pollard,AB de Villiers,Rohit Sharma,MS Dhoni,IPL,Sixers,IPL Records,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

৩. রোহিত শর্মা (Rohit Sharma): আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক এবং দুই ভিন্ন দলের হয়ে আইপিএল জেতা তারকা। আইপিএলের প্রথম দিকে তাকে মেডেল ওর্ডারে ব্যাট করতে দেখা গেলেও শেষের দিকের সংস্করণগুলিতে তিনি মূলত ওপেনিংই করেছেন। ২২২টি ইনিংস খেলে ২৪০ টি ছক্কা মেরেছেন রোহিত। এখনো আরো কয়েক বছর তাকে এই জনপ্রিয় টি-টোয়েন্টি লেগে দেখা যাবে তাই এই সংখ্যাটি বাড়বে এমনটা আশঙ্কা করাই যায়।

Chris Gayle,Kieron Pollard,AB de Villiers,Rohit Sharma,MS Dhoni,IPL,Sixers,IPL Records,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

২. এবি ডিভিলিয়ার্স (AB de Villiers): আইপিএলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সফল বিদেশি ক্রিকেটার। হয়তো আইপিএল ট্রফিটা কোনদিনও হাতে তোলা হয়নি তার কিন্তু তাই বলে সেটা তার জনপ্রিয়তায় কোনও প্রভাব ফেলেনি। আইপিএলে তিনি দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নেমেছেন। মোট ১৭০ টি ইনিংস খেলে তার ব্যাট থেকে এসেছে ২৫১ টি ছক্কা।

Chris Gayle,Kieron Pollard,AB de Villiers,Rohit Sharma,MS Dhoni,IPL,Sixers,IPL Records,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

১. ক্রিস গেইল (Chris Gayle): এই তালিকায় সবচেয়ে কম ম্যাচ খেলা ক্রিকেটার কিন্তু সবচেয়ে বেশি ছক্কা রয়েছে তারই নামের পাশে। কলকাতা নাইট রাইডার্স রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস এর হয়ে আইপিএল খেলা এই ক্যারিবিয়ান তারকা বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেও আখ্যা পেয়েছেন বহু বিশেষজ্ঞর কাছ থেকে। মাত্র ১৪২ টি ইনিংস খেলে তিনি ৩৫১ টি ছক্কা মেরেছেন এই প্রতিযোগিতায়

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর