ঈদে নয় দিনের বিশাল ছুটি! বেড়াতে ভারতে আসছেন প্রায় ৫ লাখ বাংলাদেশি

বাংলা হান্ট ডেস্কঃ সারা বিশ্বের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে ভারতবর্ষের নাম সবার উপরে থাকে। ভারতে যেমন একাধিক মনোরম এবং চোখ ধাঁধানো সকল প্রাকৃতিক দৃশ্য এবং ভ্রমণ স্থল রয়েছে ঠিক তেমনিভাবেই এখানে ঘোরার জন্য খরচও হয় তুলনামূলকভাবে অনেক কম। সেই কারণে বিশ্বের একাধিক দেশ বিশেষত এশিয়ার দেশ গুলির ঘোরার স্থান হিসেবে প্রথম পছন্দ যে আমাদের দেশ, তা বলা বাহুল্য।

ভারতবর্ষের একাধিক শহরের মধ্যে উল্লেখযোগ্য ভাবে ভ্রমণ এর প্রধান কেন্দ্রস্থল হল কলকাতা। বাংলার বুকে পর্যটন কেন্দ্র থেকে শুরু করে একাধিক মন্দির, মসজিদ ও স্মৃতিসৌধর টানে ছুটির দিনগুলিতে এখানে বেড়াতে আসেন বহু বিদেশি পর্যটক। বিশেষত ওপার বাংলার মানুষের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো আমাদের কলকাতা। উল্লেখ্য, আগামী 3 রা মে ঈদ উৎসব এবং এই ঈদ উপলক্ষ্যে প্রায় নয় দিনের ছুটি পেতে চলেছে বাংলাদেশ। আর সেই ছুটিতে ভারতে আসতে চলেছেন লক্ষ লক্ষ বাংলাদেশি পর্যটনকারীর দল। এক্ষেত্রে কলকাতায় ছাড়াও দার্জিলিং, সিকিমের মতো একাধিক স্থানেও চোখে পড়ার মতো ভিড় দেখা যায়।

প্রসঙ্গত, গত দু’বছর করোনার কারণে দেশ-বিদেশের একাধিক পর্যটন কেন্দ্র গুলি বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসার কারণে সেইসকল স্থান পুনরায় খুলে দেওয়া হয়েছে। এবং এই কারণে ইতিমধ্যেই ভারতে আসার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে ওপার বাংলা। বাংলাদেশ সূত্রে খবর, ভারতে আসার জন্য সে দেশের ভারতীয় ভিসা সেন্টার গুলিতে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। শুধু তাই নয়, ভিসা পাওয়ার জন্য গভীর রাত থেকে সেন্টারগুলির বাইরে লাইনে বসে পড়েছেন বহু মানুষ। ফলে বর্তমানে ভিসা অফিসগুলির দ্বারা সময়কালও যেমন বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে দ্রুত গতিতে চলছে কাজ।

সূত্রের খবর অনুযায়ী, এ বছর ঈদের ছুটিতে ভারতে প্রায় 5 লাখ বাংলাদেশি পর্যটক আসতে চলেছেন। আর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটের ভাড়া সহ একাধিক হোটেলের ভাড়াও বৃদ্ধি পেতে চলেছে। এমনকি, এক এক জায়গায় তো হোটেল ভাড়া প্রায় তিন থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর সংস্থার ভাইস প্রেসিডেন্ট গোলাম কাদির বলেন, “গত দু’বছরে মানুষ করোনার কারণে বিদেশে ঘুরতে যেতে পারেননি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলে এবার তারা ঘুরতে যেতে পারবেন। সঠিক হিসাব না পাওয়া গেলেও আন্দাজ করা যায় যে, এ দেশ থেকে ভারতে ঈদের ছুটিতে প্রায় 5 লাখ পর্যটক বেড়াতে যেতে পারেন।”

এক্ষেত্রে ভারতের পর্যটন কেন্দ্রের রিজিওনাল অফিসার বলেন, “বিশ্বের একাধিক প্রান্ত থেকেই ভারতে পর্যটকেরা ঘুরতে আসেন। এক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা অধিক হয়ে থাকে। এবারের ঈদের ছুটিতে বহু সংখ্যক মানুষ ভারতে ভ্রমণ করতে আসবেন, ফলে তাদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করা শুরু করে দিয়েছি।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর