পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচটি গ্রহাণু! ভিডিও প্রকাশ্যে এনে অ্যালার্ট জারি করল NASA

বাংলা হান্ট ডেস্কঃ নাসা (NASA) নতুন একটি হুঁশিয়ারি জারি করে বলেছে যে, আগামী দুই তিনদিনের মধ্যে প্রায় পাঁচটি গ্রহাণু পৃথিবীর ধারে কাছ দিয়ে যাবে। NASA’র প্লাইনেটরি ডিফেন্স অনুযায়ী, ওই গ্রহাণু গুলো নিয়ে পৃথিবীবাসীর চিন্তা করার দরকার নেই। ওই গ্রহাণু গুলো পৃথিবীর প্রায় ৪৬.৫ লক্ষ মাইল দূর দিয়ে যাবে।

NASA অনুযায়ী, পৃথিবীর দেখে দ্রুত গতিতে ধেয়ে আসা প্রতিটি উল্কাপিণ্ডের উপর বিজ্ঞানীরা কড়া নজর লাগিয়ে বসে আছে। NASA এর Sentry সিস্টেম এরকম বিপদের উপর আগে থেকেই নজর লাগিয়ে আছে। আর আগামী ১০০ বছরে আরও ২২ টি গ্রহাণু পৃথিবীর গাঁ ঘেঁষে যাবে বলে অনুমান নাসার।

Asteroid 2013XA22 আর Asteroid 2020KZ3 মঙ্গলবার রাতে পৃথিবীর পাশ থেকে গেছে। ওই উল্কাপিণ্ড গুলো পৃথিবীর ক্ষতি করার মতো দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপর বুধবার ৬৫ ফুট দীর্ঘ Asteroid 2020KY পৃথিবী থেকে ৪০ লক্ষ মাইল দূর দিয়ে যাবে। আর তাঁর পিছনে ৬৫ ফুটের একটি গ্রহাণু ৩৬ লক্ষ মাইল পাশ দিয়ে যাবে পৃথিবীর। ১১ জুন ৬০ ফুটের আরেকটি গ্রহাণু পৃথিবীর সবথেকে পাশ দিয়ে যাবে। তবুও ওই গ্রহাণুর দূরত্ব থাকবে ২৩ লক্ষ মাইল।

NASA অনুযায়ী, এই উল্কাপিণ্ড আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং এর থেকেও বড় আর ৬ জুন এই উল্কাপিণ্ড পৃথিবীর কক্ষে ঢুকে পড়বে।

নাসা ওই উল্কাপিণ্ডের নাম রক- 163348 (2002 NN4) রেখেছে আর NASA’র আশা হল, ওই উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছ থেকে যাবে। ওই উল্কাপিণ্ড ২৫০ থেকে ৫৭০ মিটার দীর্ঘ হতে পারে, আর ১৩৫ মিটার চওড়া হতে পারে। NASA অনুযায়ী, এই উল্কাপিণ্ড সূর্যের পাশ থেকে পৃথিবীর কক্ষপথে ঢুকছে।

সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ অনুযায়ী, ২১ মে তেও ১.৫ কিমি দীর্ঘ একটি উল্কাপিণ্ড পৃথিবীর গাঁ ঘেঁষে গেছে। এরকম ২০০০ এর বেশি উল্কাপিণ্ড আছে, যেগুলোকে NASA ট্র্যাক করছে। যদিও এই উল্কাপিণ্ড পৃথিবীর কোন ক্ষতি করবে না বলেই আশা NASA’র।

NASA অনুযায়ী, এই উল্কাপিণ্ড পৃথিবীর উপর আছড়ে পড়ার ১ শতাংশও চ্যান্স নেই। কিন্তু এরপরেও এর উপর বিশেষ নজর রাখা হচ্ছে। নাসা অনুযায়ী, কখনো কখনো গুরুত্বআকর্ষণ এর কারণে এরকম উল্কাপিণ্ড পৃথিবীর অ্যাটমোস্ফিয়ারে শেষ সময়েও প্রবেশ করে। এই উল্কাপিণ্ড রবিবার সকাল ৮ঃ২০ নাগাদ পৃথিবীর গা ঘেঁষে যাবে। পৃথিবীর গা ঘেঁষে এতবড় উল্কাপিণ্ড আবার ২০২৪ এ যাবে বলে অনুমান নাসার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর