করোনার সঙ্গে বন্যা! অসমের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুনীল ছেত্রী।

একদিকে করোনা পুরো দেশবাসীকে দিনের পর দিন উদ্বেগজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তার ওপর এসে পরল বন্যা, বন্যার কারণ এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের অবস্থা খুবই সংকটজনক। বন্যার কারণে অসমের 25 টি রাজ্য একেবারে জলের তলায় চলে গিয়েছে। আর এমন কঠিন পরিস্থিতিতে অসমবাসীর পাশে দাঁড়িয়ে দেশবাসীর কাছে প্রার্থনা জানালেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

বন্যার কারণে অসমের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়। বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই মুহূর্তে ঘরছাড়া। তবে বন্যার কারনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের কাজিরাঙা অভয়ারণ্য। বন্যার কারণে চূড়ান্ত বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা। উঁচু জায়গার খোঁজে বেশিরভাগ বন্যপ্রাণী এই মুহূর্তে জাতীয় সড়কে চলে এসেছে। বিশেষ করে যত্রতত্র দেখা যাচ্ছে গন্ডার, হরিণ, হাতি।

এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে গোটা দেশবাসী বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। আর সেই কারণেই অসমের বন্যার সেই ভাবে কারুর নজরে যায় নি। আর তাই অসমের বন্যার দিকে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে এই পদক্ষেপ নিয়েছেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী জানিয়েছেন আমি অসম সরকারকে সমস্ত রকম সাহায্য করবার জন্য তৈরি। সেই সাথে অসমকে সাহায্য করবার জন্য দেশবাসীর কাছেও অনুরোধ করেছেন সুনীল ছেত্রী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর