পেশওয়ারে তুমুল লুটপাট, লরি আটকে আটা লুঠ করে নিয়ে গেল জনতা! ভয়ঙ্কর পরিস্থিতি পাকিস্তানে

বাংলাহান্ট ডেস্ক : খাদ্যাভাব (Food Crisis) থেকে শুরু করে অর্থাভাব (Economic Crisis), এক কথায় বলা যায় ধুঁকছে পাকিস্তান (Pakistan)। ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কার্যত নাজেহাল হতে হচ্ছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রকে। বিদেশ থেকে আমদানি একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানের। অন্যদিকে, জ্বালানী তেলের দাম এতটাই বেড়ে গিয়েছে যে, তেল কেনা পাকিস্তানিদের নাগালের বাইরে।

   

সূত্রের খবর, পাকিস্তানের বিভিন্ন জায়গায় টাকা দিলেও পাওয়া যাচ্ছে ডাল, আটা, তেলের মতো রোজকার জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। কোথাও কোথাও আবার মালপত্র লুঠও হচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তেমনই একটি ভিডিও। পেশোয়ারের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষজন আটা, তেল বোঝাই ট্রাকের পিছনে দৌড়াচ্ছেন। সব মিলিয়েই যেন খাদ্যদ্রব্যের আকাল চলছে পাকিস্তানে।

এদিকে, সরকারি রেশন দোকানে আটা, চাল, তেল আসলেই পাকিস্তানবাসীরা নিজেদের মধ্যেই কাড়াকাড়ি শুরু করে দিচ্ছেন। শুধু তাই নয়, সেখানকার বাসিন্দাদারা ট্রাক আটকে ট্রাক থেকে লুঠ করে নিচ্ছে আটা, তেল। জানা গিয়েছে, আটার ২০ কেজির ব্যাগের দাম পাকিস্তানি মূদ্রায় ৩৫০০ রুপিয়া। অন্যদিকে, লিটার প্রতি ৭০০ রুপিয়ায় রান্নার তেল বিক্রি হচ্ছে। এছাড়াও, চানাস, মুসুর ও মুগ ডালের দাম যথাক্রমে ২৮০ রুপিয়া, ৩২০ রুপিয়া ও ২০০ রুপিয়া প্রতি কেজি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই আম জনতার ক্ষোভে রাশ টানার উদ্দেশ্যে রমজানের আগে দেশের দরিদ্র দেড় কোটি গরিব মানুষকে রেশন দেওয়ার কথা পাক সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, বিনা পয়সায় আটা আর কম দামে পেট্রোল মিলবে। এখন সেটা করতে গিয়েই মাঝরাস্তায় লুট হয়ে যাচ্ছে রেশন। আবার কোথাও রেশন তোলার জন্য কার্ডের স্ক্যান হচ্ছে না। ফলে, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর