করোনা এড়াতে মেনে চলুন sbi-এর পরামর্শগুলি

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। সারাদেশ 21 দিনের জন্য লকডাউন রয়েছে। এসবিআই (state bank of india) সহ দেশের সমস্ত বেসরকারী ও সরকারী ব্যাংক থেকে আগামী তিন মাস এটিএম থেকে বিনামূল্যে লেনদেন করা যাবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই তার এটিএম সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তথ্য দিয়েছে।

এসবিআই তাদের টুইটার হ্যান্ডেল এ লিখেছে, আপনি যদি এটিএম থেকে অর্থ তুলতে চলেছেন, তবে আপনার যত্নবান হওয়া দরকার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এ সম্পর্কে কিছু উপায় দিয়েছে। এটিএম ব্যবহার করার ক্ষেত্রে তা অনুসরণ করা উচিত।

(1) আপনি যদি এটিএম এ গিয়ে দেখেন যে এটিএম কেউ ব্যবহার করছে তাহলে শান্তভাবে অপেক্ষা করুন এটিএম এ ঢুকবেন না।
২) এটিএম থেকে টাকা উত্তোলনের আগে জীবাণুমুক্ত করুন। এটিএম ব্যাবহারের পরও হাত স্যানিটাইজড করুন।
৩) যতটা পারবেন সংস্পর্শ এড়িয়ে চলুন। এটিএম প্রবেশের সময় দরজার হ্যান্ডলগুলি খোলার জন্য রুমাল ব্যবহার করা যেতে পারে।
৪) আপনার যদি ফ্লু এবং হাঁচি কাশি হয়ে থাকে, তবে এটিএম ব্যবহার করা এড়ানো ভাল। হাঁচি বা কাশির সময় আপনার মুখ এবং নাকটি ঢেকে রাখুন। হাঁচি বা কাশিতে ব্যবহৃত টিস্যু পেপারটি এটিএম-এ রেখে দেবেন না। এটিএম লবির ভিতরে ব্যবহৃত টিস্যু পেপার এবং মুখোশ ফেলে যাবেন না। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায়।
৫) যতটা পারবেন এটিএম এড়িয়ে চলুন। যদি লেনদেন নগদ সাথে সংযুক্ত না হয় তবে এটিএম এ না যাওয়াই ভাল। পরিবর্তে, এসবিআইর ডিজিটাল প্ল্যাটফর্মগুলি যেমন যোনো, আইএনবি, ভীম এসবিআই ইত্যাদি ব্যবহার করুন

সম্পর্কিত খবর