মনকে করতে চান ভয়, বিবাদ মুক্ত? মেনে চলুন চাণক্যের এই নীতি

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।

কীভাবে মানুষ দারিদ্র থেকে অব্যাহতি পাবে, বিবাদ থেকে দূরে থাকতে পারবে বা কীভাবে মনকে ভয় মুক্ত করবে সেই বিষয়ে বেশ কয়েকটি মূল্যবান উপদেশ দিয়ে গিয়েছেন চাণক্য। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কী-

চাণক্যের মতে মনকে ভয় মুক্ত করতে হলে সবসময় সতর্ক থাকা দরকার। আপনি যদি সবসময় সতর্ক থাকেন তবে বিপদ মুক্ত থাকবেন। পাশাপাশি আপনার মনে ভয়ের অনধিকার প্রবেশও ঘটবে না। চাণক্য বলেছেন কলহ বিবাদ থেকে দূরে থাকতে হলে মৌন থাকাই শ্রেয়। এতে অপর পক্ষ বুঝতেও পারবে না আপনার মনে কী চলছে। ঝগড়াও এগোতে পারবে না।

দারিদ্র মুক্ত হওয়ার জন্যও উপদেশ দিয়েছেন চাণক্য। তিনি বলেছেন দারিদ্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বিদ্যার্জন করা। বিদ্যা বাড়লে উপার্জনের যোগ্যতা তৈরি হয়। ফলে দূর হয় দারিদ্র। এসব ছাড়াও নিয়মিত পূজাপাঠ করারও উপদেশ দিয়েছেন চাণক্য। তিনি বলেছেন এর ফলে মানুষের মন শুদ্ধ হবে। মনে আসবে শান্তি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর