অক্সিজেন পরিষেবা থেকে গরীব মানুষদের খাবার বিতরণ, দিলীপ ঘোষের উদ্যোগে কাজ শুরু মেদিনীপুরে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে এবার গরীব মানুষদের পাশে দাঁড়ালেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। করলেন খাবার বিতরণের এবং করোনা সংকটকালে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। নেটিজনদের মতে, এবার তৃণমূলের ধাঁচেই খাবার বিতরণের ব্যবস্থা করলেন দিলীপ ঘোষ।

করোনা আবহে বাড়তে থাকা সংক্রমণের মধ্যে জারি হয়েছে লকডাউন। এইসময় বহু দরিদ্র মানুষদের কাছে দুবেলা দুমুঠো খাবার জোগার করা কঠিন হয়ে পড়েছে। করোনার প্রথম পর্বেও একই চিত্র দেখা গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। সেইসময় স্বেচ্ছাসেবী সংঠন, সমাজের প্রথম সারির মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ- অনেকেই এগিয়ে এসেছিলেন এই দরিদ্র মানুষগুলোর সাহাযার্থে।

dilip ghosh said about upcoming bengal cm

গত ফেব্রুয়ারীতে চালু হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাধের প্রকল্প ‘মা ক্যান্টিন’। যেখানে ৫ টাকার বিনিময়ে ডাল, ভাত, সবজি এবং ডিম দেওয়া হত। কিন্তু বর্তমান সময়ে অভিযোগ উঠেছে, নতুন করে খোলা তো দূরস্তর, বহু জায়গায় বন্ধ হয়ে গিয়েছে এই ‘মা ক্যান্টিন’। তবে এবার সেই পথে হেঁটেই দরিদ্র মানুষদের জন্য খাবার বিতরণের উদ্যোগ নিলেন দিলীপ ঘোষ।

রবিবার দিলীপ ঘোষের উদ্যোগেই মেদিনীপুরের গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণের কাজ শুরু হয়ে গেল। জনআহার কর্মসূচিতে প্রথম দিন ৫০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো যেতে পারে বলেও জানা গিয়েছে।

তবে শুধু খাবার নয়, এই করোনা সংকটকালে অপরিহার্য অক্সিজেন পরিষেবাও দেবে এই টিম। রবিবার থেকেই অক্সিজেন অন হুইল পরিষেবা চালু হয়ে গেল মেদিনীপুর বিধানসভা এলাকায়। রাজ্য বিজেপি সভাপতির প্রতিনিধি পারিজাত চক্রবর্তী জানান- যে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরে ফোন করলে করোনা আক্রান্ত মানুষের প্রয়োজনে তাঁর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর