দারুণ খবর ! ফুড কর্পোরেশনে মোটা বেতনের চাকরির সুযোগ, এখুনি করুন এপ্লাই  

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের (Central Govt Job) ফুড কর্পোরেশনে একাধিক শূন্যপদে কর্মী (Food Corporation Job) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (Food Corporation of India) তরফে জারি হওয়া ওই বিজ্ঞতি অনুসারে মোট শূন্যপদ ৮৯ টি। জেনারেল ম্যানেজার(আইন), জেনারেল সহায়িকা (প্রযুক্তিগত ও হিসাবরক্ষণ উভয় পদে) এবং মেডিকেল অফিসার শূন্যপদে নিয়োগ হবে।

নীচে চাকরির বিস্তারিত তুলে ধরা হল-

আবেদনের পদ্ধতি: ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে fci.gov.in -এ আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন করতে হবে ০১/০৫/২০২১ থেকে ৩১/০৫/২০২১ এর মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: নিন্মে উল্লেখিত পদগুলির জন্য প্রার্থী নির্ণয় হবে লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে। দেশের একাধিক জায়গায় এই পরীক্ষার কেন্দ্র থাকবে। বাংলার চাকরিপ্রার্থীরা কলকাতার কেন্দ্র থেকে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার দিনক্ষণ, স্থান, সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করা রোবা যাবে।

নীচে আপনি কোন পদের যোগ্য তা বিশদে উল্লেখ করা হল-

১) জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জেনারেল ম্যানেজার)-

যোগ্যতা: ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশরা এই পদে  আবেদন যোগ্য। তবে এসসি,এসটি, পিডাব্লুডি প্রার্থীরা ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও এসিএ , এআইসিডাব্লুএ, এসিএস বা আইনে স্নাতক ডিগ্রি পাশরা ওই শাখায় ৫৫% নম্বর সহ আইনে ৫ বছরের সমন্বিত কোর্সরা আবেদন যোগ্য। তবে এসসি, এসটি ও পিডাব্লুডি প্রার্থীরা ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে।

বয়সসীমা: এই পদের জন্য প্রার্থীদের অবশ্যই ০১/০১/২০২২ এর হিসাবে ৩০ বছর বয়স হতে হবে।

শূন্যপদ: ৩০টি।

২) হিসাবরক্ষণ-সাধারণ জেনারেল সহায়িকা: 

jobs hiring help wanter

 

যোগ্যতা- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই ভারতের ভারতের ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট  থেকে কস্ট অ্যাকাউন্টস বা চার্টার অ্যাকাউন্টসের কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা- আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই ০১/০১/২০২১ এর হিসাবে ২৮ বছর বয়স হতে হবে।

শূন্যপদ- মোট ২২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

৩) প্রযুক্তিগত-জেনারেল সহায়িকা:

যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কৃষি বিভাগের যেকোন শাখায় ৫৫% নম্বর নিয়ে বিএসসি পাশ হতে হবে। এছাড়াও  আরও কয়েকটি ডিগ্রি পাশরা এই পদে আবেদন করতে পারবেন। তার জন্য উপরে উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করুন। তবে সব ডিগ্রিধারীদের জন্য এসসি,এসটি বা পিডাব্লুডি হলে ৫৫% নম্বরের পরিবর্তে ৫০% নম্বর হলেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ০১/০১/২০২১ এর হিসাবে ২৮ বছর বয়স হতে হবে।

শূন্যপদ: মোট ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

৪) মেডিকেল অফিসার:

যোগ্যতা- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অন্তত তিন বছরের অভিজ্ঞতা নিয়ে এমবিবিএস পাশ হতে হবে।

শূন্যপদ- মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

৫) আইন-জেনারেল ম্যানেজার:

যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোন বিশ্ববিদ্যালয় স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৫ বছরের অভিজ্ঞতা নিয়ে আইনের ডিগ্রি পাশ করে থাকতে হবে।

শূন্যপদ: মোট ৪টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

বয়সসীমা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ০১/০১/২০২১ এর হিসাবে ৩৩ বছর বয়স হতে হবে।

সম্পর্কিত খবর