মেসির স্বপ্নপূরণ হলেও, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখে চূড়ান্ত হতাশ ফুটবলপ্রেমীরা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মানেই ছুটির দিন। রবিবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা। তবে ফুটবল পাগল বাঙালির কাছে এই রবিবার ছিল একটু আলাদা। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল কারণ বাঙালি জাতি যে ফুটবলপ্রেমী। আর আজ ফুটবলের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল। এটা বাঙালির কাছে ঘুমের থেকেও হাজার গুন বেশি প্রিয়। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি কেউই। রবিবার হলেও সকাল সকাল ঘুম থেকে উঠে টিভির সামনে বসে পড়েছিলেন প্রিয় দলের খেলা দেখার জন্য।

ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। স্বপ্নপূরণ হল মেসির। তবে ফুটবল পাগল বাঙালির মন ভরল না। কোপার ফাইনাল দেখে মনেই হচ্ছিল না এটা ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে। দেখে মনে হচ্ছিল যেন দুটো ছোট দলের খেলা হচ্ছে। যারা ভালো ফুটবল দেখার জন্য টিভি খুলে বসেছিলেন তারা চূড়ান্ত পর্যায়ে হতাশ হলেন।

ব্রাজিল আর্জেন্টিনার খেলা মানেই পাসের বন্যা, শৈল্পিক ফুটবল, ডিফেন্স চেরা পাস, স্কিলের ঝলক তবে রবিবারের ম্যাচে এই সবের ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। বেশিরভাগ সময় দূরে দূরে বল রেখেই খেলা হল যা প্রত্যাশা পূরণ করেতে ফুটবলপ্রেমীদের।

এছাড়াও ম্যাচের বেশিরভাগ সময় দেখা গেল অকারণ ফাউলের, কড়া ট্রাক্যাল, চোরাগোপ্তা মার, হলুদ কার্ডের বন্যা। এছাড়া ম্যাচের বেশিরভাগ সময়ই বোতল বন্দী অবস্থায় ছিলেন নেইমার এবং মেসি। মেসিকে যেমন ঘিরে রেখেছিল ব্রাজিলের ডিফেন্স, তেমনই নেইমারকে সচল হতে দেয়নি আর্জেন্টিনার ডিফেন্স। এই দুই তারকা ফুটবলার ক্লাবের হয়ে নিজেদের প্রানপনে লড়াই করলেও ফাইনাল ম্যাচে দেশের হয়ে একেবারে নিষ্প্রাণ ছিল এরা। আর এই ধরনের ফুটবল খেলা দেখে মোটেও মন ভরেনি ফুটবলপ্রেমীদের বরং সকাল-সকাল টিভির পর্দায় এই খেলা দেখে চূড়ান্ত পর্যায়ে হতাশ হয়েছে ফুটবলপ্রেমী বাঙালি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর