এটাই বাংলা গণতন্ত্রের নমুনা, বাবুল সুপ্রিয়কে হেনস্থা প্রসঙ্গে বললেন মুকুল রায়

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার যাদবপুর ক্যাম্পাসে এবিভিপি র অনুষ্ঠানে হাজির হতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন মুকুল রায়৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হেনস্থার ঘটনা নিয়ে বাংলার গণতন্ত্রের অবস্থা প্রসঙ্গে প্রশ্ন তুললেন বিজেপি নেতা৷ বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেই তিনি বলেন, ” এটাই বাংলার গণতন্ত্রের নমুনা বাংলার গণতন্ত্রের আসল চেহারা একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে আক্রান্ত হতে হল এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব অন্য কোনো রাজ্যে সম্ভব নয়”৷

তবে শুধুমাত্র মুকুল রায় নন রাজ্যের আইন শৃঙ্খলার দিকে আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধন কর৷ যাদবপুর কাণ্ড নিয়ে তিনি এক কড়া বিবৃতিও জারি করেছেন, সেখানে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি পুলিশি ব্যবস্থার উদ্বেগজনক প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি৷ এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও দায়ী করেছেন৷ তাঁর মতে শীঘ্রই কোনও ব্যবস্থা না নেওয়ার পরে এমন অবাঞ্ছিত ঘটনা ঘটেছে৷ যদিও বিষয়টি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন৷

   

উল্লেখ্য বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করা মাত্রই বিক্ষোভের শিকার হতে হয় তাঁকে৷ তাঁর চুল ধরে টানা এবং কিল মারার অভিযোগ তোলেন বাবুল সুপ্রিয়৷ এমনকী অনুষ্ঠান সেরে ক্যাম্পাস চত্বর থেকে বেরোনোর পর আবারও বিক্ষোভের শিকার হতে হয়েছিল তাঁকে৷ পরে পুলিশি হস্তক্ষেপে কোনও ক্রমে নিরাপদে পৌঁছতে পারেন তিনি৷

সম্পর্কিত খবর