গো ব্যাক বনাম জয় শ্রী রাম স্লোগানে উত্তপ্ত নামখানা! বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ,উঠল গো ব্যাক স্লোগান

বাংলা হান্ট ডেস্ক : বুলবুল বিধ্বস্ত অঞ্চলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি প্রতিনিধি দলের পরিদর্শনের সময়ে প্রতিমন্ত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান ঘিরে উত্তপ্ত হল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকার নামখানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বিজেপি র প্রতিনিধিদল পৌঁছনো মাত্রই গো ব্যাক স্লোগান বনাম জয় শ্রীরাম স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় নামখানা।

অভিযোগের তির তৃণমূল কর্মী সমর্থকদের দিকে। উল্লেখ্য শনিবার ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব দেখানোর পরেই কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রাজ্যের পরিস্থিতি জানতে চান। একই সঙ্গে রাজ্যে বিপর্যয় মোকাবিলা করার জন্য যে কোনও রকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

একই সঙ্গে বিজেপি নেতৃত্বদের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে দেখে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাই বন্যা বিপর্যস্ত নামখানা পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ব্যস তার পরেই বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।

অন্য দিকে শনিবার ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের পরে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা পাথরপ্রতিমা কাকদ্বীপ নামখানা ঝড়খালি সহ বিস্তীর্ণ অঞ্চল আকাশপথে পরিদর্শন করার পাশাপাশি নামখানা প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি যে কোনও রকম সহযোগিতা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

সোমবার নামখানার ত্রাণ শিবিরেও খতিয়ে দেখেছেন তিনি। এরপর সেখানে ত্রিপল গরম জামা শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর