উদ্ধব ঠাকরেকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় এক ব্যক্তিকে মাথা মুড়িয়ে দিল সেনা

বাংলা হান্ট ডেস্ক :মহারাষ্ট্রে রাজনৈতিক ক্ষেত্রে আপাতত স্থিতি এলেও কিন্তু একের পর এক বিতর্ক হয়েই যাচ্ছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়েও কম কিছু হয়নি। যদিও আপাতত মসনদে বসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন। মহারাষ্ট্রে জোট সরকার জোট বদ্ধ হয়ে বেশ ভালোই প্রশাসন চালাচ্ছে। কিন্তু এরই মধ্যে রাজ্যে ঘটল এক অনভিপ্রেত ঘটনা। উদ্ধব ঠাকরেকে নিয়ে বিতর্কিত মন্তব্য পোস্ট করায় শিবসেনার বিরুদ্ধে এক ব্যক্তির মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।

আক্রান্ত ওই ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্য়ালয়ের ঘটনার সঙ্গে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তুলনা করেছিলেন উদ্ধব ঠাকরে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য তাঁকে  শিবসেনার ২৫, ৩০ জন সদস্য এসে মাথা মুড়িয়ে দেয়। এবং হেনস্থা করে। তবে তাঁকে আক্রমনের পর থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। তবে পুলিশের তরফে সমঝোতা করতে বলা হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

আসলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যেভাবে উত্তপ্ত হয়েছে গোটা দেশ সেই প্রসঙ্গে বলতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছিলেন, দিল্লির ক্যাম্পাসে পুলিশের প্রবেশ এবং পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জালিয়ানওয়ালাবাগের ঘটনা মনে পড়ছে আমার, যদিও এখানেই থেমে থাকেননি তিনি জানান রাজ্যের যুব সম্প্রদায়ের বিক্ষুব্ধ হলে সেখানে কোনও ভাবেই শান্তি স্থাপন করা যায় না।

পাশাপাশি তিনি আরও বলেন যুবশক্তি বিস্ফোরকের মতো তাই তাতে আগুন না যারা ধরাতে যাওয়াই ভালো। বিজেপিকে বিঁধে এমনই মন্তব্য করেছেন উদ্ধব । দীর্ঘ কয়েক দশক ধরে চলা এনডিএ জোট থেকে মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বেরিয়ে এসেছে শিবসেনা আর তার পর থেকেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিজেপিকে তোপ দাগতে ছাড়ছেন না শিবসেনা।জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গত ১৫ ই ডিসেম্বর রাতে হওয়া হিংসায় দিল্লী পুলিশ  ১০ জনকে গ্রেফতার করেছে।

সম্পর্কিত খবর