ধনতেরাসে মন্দাকে বুড়ো আঙুল দেখিয়ে গয়নার শোরুমে ভিড় ক্রেতাদের

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম উত্স হল কালীপূজা বা দীপাবলি৷ দীপাবলিকে আলোর উত্সব বলা হয় আর দীপাবলির আগের দিন ধনতেরাস৷ যদিও এ বছর ধনতেরাস শুরু হয়েছে শুক্রবার বিকেল থেকেই৷ ধনতেরাসের দিন গয়না কেনা বিশেষ শুভ বলেই মনে করেন হিন্দুরা৷ তাই এই বিশেষ দিনে কিছু না কিছু সোনার গয়না কেনার দিকে নজর দেন গেরস্থ বাড়ির কর্তা ও মহিলারা৷ এই দিন সোনার শোরুমগুলোতে ভিড় লক্ষণীয়, বাদ গেল না এ বছরdhanteras

যদিও আর্থিক মন্দা চলছে দেশজুড়ে কিন্তু তাতে বুড়ো আঙুল দেখিয়ে শহরের নামি দামি সোনার শোরুম থেকে ছোটখাটো গয়নার দোকান কোনওটাই বাদ গেল না৷ শুক্রবার বিকেল থেকে শহরের প্রতিটি শোরুমে যেন ভিড়ের জোয়ার দেখা গিয়েছে৷ যদিও সোনার দাম ক্রমশই ঊর্ধ্বমুখী কিন্তু উত্সবের মরসুমে গয়নার দোকানে কিছু না কিছু ক্রয় করতে ভিড় জমিয়েছেন৷ সারা বছরের বিক্রিবাটায় মন্দা থাকলেও ধনতেরসের দিন চিত্রটা একেবারেই আলাদা৷

যদিও এ বারে শুক্র ও শনিবার দু দিন ধনতেরাস বলে ভিড় এড়াতে শুক্রবার কেই বেছে নিয়েছেন অনেকেই৷ শুধু শহর কলকাতা নয় রাজ্যের অন্যান্য জেলাতে সোনার শোরুম গুলিতে ভিড় দেখা গেছে৷ শহরের এক গহনা বিক্রেতা জানিয়েছেন, সারা বছর বিক্রিবাটা যেমনই হোক না কেন গত দু দিনেই নাকি বেশ ভালোই বেচাকেনা হচ্ছে৷ ধনতেরাসে গয়না কিনতে আসা এক ক্রেতা ব্যাংকে টাকা রাখার থেকে গয়না কেনা অনেক ভালো বলে জানিয়েছেন৷ তাই ধনতেরাস উপলক্ষে পুরোনো সোনা বিক্রি করে নতুন সোনার গহনা কেনা কাটা চলছে৷

সম্পর্কিত খবর