ডিম আর দুধের জন্যই শহরে মুদ্রাস্ফীতির হার বাড়ছে: শক্তিকান্ত দাস, রিজার্ভ ব্যাংক গভর্নর

বাংলা হান্ট ডেস্ক :  মাত্র কয়েক দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা রমন দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছিলেন, শুধু বর্তমানেই নয় গত চার বছর ধরে মুদ্রাস্ফীতির হার অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছিলেন কিন্তু এ বার উল্টো পথে হাঁটলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস৷ তিনি বলছেন মুদ্রাস্ফীতির হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে আর এর জন্য তিনি ডিম আর দুধ কেই দায়ী করেছেন৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন গ্রামের মানুষ বেশি দুধ কেনেন না শহরে মানুষ বেশি দুধ কেনেন, তাই শহরে মুদ্রাস্ফীতি বাড়ছে৷ পাশাপাশি বর্তমানে যে হারে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে তার কারণেই মুদ্রাস্ফীতির হার বাড়ছে বলেও মন্তব্য করেছেন শক্তিকান্ত দাস৷                                                                                                                                                                                    দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে মুদ্রাস্ফীতি বাড়ছে এমনটা মনে করা হলেও বিশেষজ্ঞ মহল কিন্তু বলছে অন্য কথা৷ তাঁদের মতে মুদ্রাস্ফীতির হার বাড়লেও এখনও তা সহনশীল সীমার মধ্যে রয়েছে৷ তবে সেই তুলনায় আগস্ট মাসে কিছুটা হলেও মুদ্রাস্ফীতির হার বেড়েছে৷মুদ্রাস্ফীতি সংক্রান্ত একটি সমীক্ষা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে  জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৩.১৫ শতাংশ। তা বেড়ে অগস্টে ৩.২১ শতাংশ হয়েছে। যেখানে শহরে মুদ্রাস্ফীতির হার বেশি ৪.৪৯ শতাংশ। আর গ্রামে তা হল ২.১৮ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক সূত্রে খবর, শাক, থেকে দুগ্ধজাত দ্রব্য ও ডালের দাম বাড়লেও মাংস ও মাছের দাম কমেছে।পরিসংখ্যান তথ্য দেখার পর শক্তিকান্ত দাস অর্থনীতির বিকাশ ঠিকঠাক হচ্ছে না বলে মতপ্রকাশ করেছেন। তাই সুদ কমিয়ে চাহিদা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর