বিশ্ব উষ্ণায়নের জেরে বরফ গলছে, তাহলে কি পৃথিবীর শেষ দিন ঘনিয়ে আসছে? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক :পৃথিবীতে যেভাবে লাগাতার হারে দূষণ বাড়ছে তাতে একদিক থেকে যেমন গোটা বিশ্বে বিভিন্ন দিক থেকে ক্ষতি হচ্ছে তেমনি লাগাতার হারে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলছে বরফ। কয়েকদশক আগে থেকেই মেরুপ্রদেশে বরফ গলার বিষয়ে অশনি সংকেত প্রকাশ্য়ে এনেছিলেন বিজ্ঞানীরা। এমনকি বরফ গলার কারণে প্রতিবছরই সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পাচ্ছে।Tracy Arm 01

তবে এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল যা রীতিমতো ভয় ধরিয়ে দেবে। যেহেতু পৃথিবীর মেরু অঞ্চল বরফে ঢাকা তাই বিশ্ব উষ্ণায়নের জন্য সেই অঞ্চলে দারুন প্রভাব পড়ছে। আর এই ভাবে বদল হচ্ছে পরিবেশের। একসময় যে অঞ্চলটি বরপের চাদরে ঢাকা থাকত তা কিন্তু আস্তে আস্তে সড়ে যাচ্ছে। অর্থাত্ বরফের স্তর পাতলা হয়ে আসছে। আর এই ঘটনা ঘটে যাচ্ছে ৫০ বছর ধরে।

সম্প্রতি নাসার তরফে একটি উপগ্রহ চিত্র প্রকাশ্যে আনা হয়েছে সেই ছবি দেখে শিহরিত হয়ে উঠেছে গোটা বিশ্ববাসী। সেই ভিডিও নাসার ইউএসজি ল্যান্ডস্যাট প্রোগ্রাম ব্যবহার করে সেটি আলাস্কা ফেয়ারব্যাঙ্কস বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া তৈরি করেছেন। ওই পড়ুয়া সমস্ত হিমবাহের ছবি এক করে গচ্ছিত করে ভিডিও বানিয়েছিলেন।  বিশ্ব জুড়ে আস্তে আস্তে সমস্ত হিমবাহই গলতে শুরু করেছে।

একদিকে তো কলম্বিয়ার হিমবাহ গলেছে। আস্তে আস্তে সেটি নিজের জায়গা থেকে অনেকটাই পিছিয়ে গেছে। আর এভাবে হিমবাহের বরফের চাদর গলে গেলে পৃথিবী একদিন ধ্বংসের মুখে পড়বে।যদিও মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার কারণে কিন্তু সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশ এককথায় এই বিপদের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে রয়েছে।

সম্পর্কিত খবর