জিএসটিতে রদবদলের জেরে হোটেলের ভাড়া কমছে

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে খুশির খবর ভ্রমণপিপাসুদের জন্য৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর ছাড়ের জন্য এ বার হোটেলের ভাড়া কমতে চলেছে৷ শুক্রবার জিএসটি বৈঠকে বড়সড় রদবদল করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সেখানে বেশ কিছু জিনিসের ওপর কর ছাড়ের ব্যবস্থা করেছেন পাশাপাশি জিএসটি ও কমানো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে জিএসটি বাড়ানো হয়েছে৷ এক দিকে যেমন কফি জাতীয় পানীয়ের ক্ষেত্রে জিএসটি বাড়ানো হয়েছে তেমনই হোটেলের ক্ষেত্রে জিএসটি কমানো হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি সংক্রান্ত বৈঠকে আগের তুলনায় জিএসটি র পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন সে ক্ষেত্রে এখন থেকে আর 1000 টাকা অবধি হোটেলের ঘরের ভাড়া কোনও জিএসটি লাগবে না বলেই জানা গিয়েছে৷ তবে 1000 এর পূর্বে জিএসটি লাগবে কিন্তু সেই পরিমাণ আগের থেকে ছয় শতাংশ কমিয়ে আনা হয়েছে৷ অর্থাত্ এখন থেকে 1001-7500 টাকা অবধি হোটেলের ঘরের ভাড়ায় জিএসটি লাগবে মাত্র বারো শতাংশ৷

এবং সাড়ে সাত হাজারের ঊর্ধ্বে ঘর ধারার ক্ষেত্রে জিএসটি দিতে হবে 18 শতাংশ, যা আগের তুলনায় দশ শতাংশ কম৷ শুধু হোটেলের ঘর ভাড়াতেই নয় হোটেলের বাইরে খাওয়ার ক্ষেত্রে জিএসটি আগের তুলনায় পাঁচ শতাংশ কমিয়ে 13 শতাংশ জিএসটি তে নিয়ে আসা হয়েছে৷ শুক্রবার জিএসটি সংক্রান্ত বৈঠকে হোটেলের জিএসটির রদবদলের পাশাপাশি পলিথিন ব্যাগের ক্ষেত্রেও বদল আনা হয়েছে৷ জানা গিয়েছে এবার পলিথিন ব্যাগ নিতে গেলে গ্রাহককে দিতে হবে 12 শতাংশ জিএসটি পাশাপাশি আমন্ড মিল্কের ক্ষেত্রেও জিএসটি র পরিমাণ বেড়েছে৷

হোটেল ধারার পাশাপাশি মেরিন ফুয়েলের জিএসটি কমিয়ে নিয়ে আসা হয়েছে৷ বর্তমানে মেরিন ফুয়েলের ক্ষেত্রে গ্রাহককে মাত্র পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে বলেই জানা গিয়েছে৷ চলতি বছরের অক্টোবর মাস থেকেই জিএসটি সংক্রান্ত নতুন নিয়ম লাগু হতে চলেছে কেন্দ্রে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

সম্পর্কিত খবর