যাদবপুর কাণ্ড: বাবুলকে দায়ী করে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক এসএফআই এর

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডবের জন্য এ বার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে দায়ী করল এসএফআই৷ তাই যাদবপুর কাণ্ডে বাবুলকে দায়ী করে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই৷ পাশাপাশি এদিন একটি বড়সড় মিছিলেরও ডাক দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন৷ আন্দোলনের ডাক দিয়ে এক প্রেস বিবৃতিতে এস এফ আই জানিয়েছে তাদের সংগঠন কখনওই এই দেশের কোনও ক্যাম্পাসে কারও প্রবেশাধিকার নিয়ে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না৷ তার আগেও সোচ্চারে একাধিকবার জানানো হয়েছে কিন্তু আজ এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে দীর্ঘক্ষণ ধরে প্ররোচনা ও উসকানি ছড়ান তার তীব্র প্রতিবাদ জানায় ভারতের ছাত্র ফেডারেশন৷

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি র একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে না করতেই এক দল পড়ুয়াদের আক্রমণের শিকার হন তিনি৷ তবুও অনুষ্ঠান মঞ্চ ছাড়েননি তিনি কোনওক্রমে অনুষ্ঠান সেরে বাইরে বেরিয়ে আসার সময় ঘটে বিপত্তি৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয় যাদবপুর ক্যাম্পাস চত্বর৷ পড়ুয়াদের বিরুদ্ধে চুল ধরে টানা এবং কিল মারার অভিযোগ তোলেন বাবুল সুপ্রিয় এমনকি তাঁর জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ জানান৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবুল সুপ্রিয় কে বিক্ষোভের মুখ থেকে বের করে নিয়ে আসেন৷ ঘটনার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাদবপুর ক্যাম্পাসে৷

সম্পর্কিত খবর