বাম ছাত্র যুবসংগঠনের নবান্ন অভিযানে নকল রক্তের ছবি নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার বাম ছাত্র যুবসংগঠনের নবান্ন অভিযান ঘিরে আবারও ঝড় উঠল সামাজিক মাধ্যমে। এতদিন অবধি বামেদের মিছিলে পুলিশি হস্তক্ষেপ নিয়ে নিন্দার ঝড় বয়েছিল। এবার বামেদের মিছিলে নকল রক্ত নিয়ে জোর দোষারপ চলছে। জলের বোতলে নকল রক্ত ভরা  নিয়ে সিপিএম ও তৃণমূল দুষছে পরস্পরকে। যদিও তৃণমূলের বামেদের দোষারপ করা নিয়ে তৃণমূলের হয়েই সাক্ষী দিচ্ছে বিজেপি। তবে আসলে রক্ত কে ভরেছে তা নিয়ে কোনো প্রমান মেলেনি। কিন্তু এতদিন অবধি যে স্থির ছবি প্রকাশ্যে আসছিল এবার সেই নিয়েই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার সেদিনের কিছু স্টিল ছবি ভাইরাল হয়েছে সামাজিক মধ্যমে সেখানে দেখা গিয়েছে বাম ছাত্রেরা নকল রক্ত ঢালছে বোতলে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল ও বিজেপি পাল্টা হামলা শুরু করেছে। কিন্তু প্রথম থেকেই বামেদের দাবি সেই বোতল নাকি আগে থেকেই পরেছিল। তাদের কেউ আনেনি।

একটি সংবাদমাধ্যমে ছবি ধরা পড়েছিল শুক্রবার বেমেদের মিছিলের দিনই। সেখানে রক্তের বোতলের ছবি ধরা পড়েছিল। শুক্রবার বামেদের নবান্ন অভিযানে নকল রক্ত মাখা পুলিশকর্মীদের ছবিও ছয়লাভ হয়ে যায়। সামাজিক মাধ্যমে পুলিশদের নকল রক্ত দিয়ে ছবি পোস্ট করা নিয়ে অনেক কুরুচিকর মন্তব্যের মুখেও পড়তে হয়েছিল। যদিও ছবি নিয়ে মুখ খোলেননি পুলিশকর্মীরা। তবে ওই সংবাদমধ্যমের ক্যামেরায় নকল রক্ত ঢালার ছবি ধরা পড়েছে। তাই আন্দোলনকারীদের দাবি কেউ ইচ্ছাকৃত ভাবে সেখানে বোতলে নকল রক্ত রেখে গিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার একাধিক দাবি দাওয়া নিয়ে হুগলির সিঙ্গুর থেকে বাম ছাত্র যুব সংগঠনের একটি দল নবান্ন অভিযান শুরু করে। কিন্তু তাঁদের মিছিল মল্লিকফটক অবধি পৌছাতেই শুরু হয় হাতাহাতি। বিরোধী দল থেক পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধ্বস্তি হয়। সফল হয়নি নবান্ন অভিযান।

সম্পর্কিত খবর