মোদীর 69 তম জন্মদিন: রত্নগর্ভা মা দিলেন 501 টাকা, ভক্ত উত্সর্গ করলেন সোনার মুকুট

বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 69 তম জন্মদিন৷ প্রতিবারের মতো এবারও বাইরের সঙ্গে সাক্ষাত্ করতে গুজরাটে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার মা হীরাবেনের সঙ্গে দেখা করেন তিনি, মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন৷ ছেলেকে কাছে দেখতে পেয়ে জড়িয়ে ধরেন মা, আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীকে 501 টাকা দিয়ে আশীর্বাদ করেন৷ সারা বছর কাজের চাপে সেভাবে মায়ের সঙ্গে সময় কাটানো হয় না তবে জন্মদিনের গুরুত্বটা প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের কাছে একই বারেই আলাদা তাই এদিন মায়ের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারলেন প্রধানমন্ত্রী৷

গুজরাটি খাবারের মঙ্গলবার দুপুরটা মা ও ছেলের বেশ ভালই কাটল৷ রুটি ডাল সবজি ইত্যাদি ছিল খাবারের তালিকায়, যদিও এই সব সাধারণ খাবার প্রধানমন্ত্রীর বেশ পছন্দের তাই তো মায়ের সঙ্গে আনন্দ করেই খেলেন৷ অন্য দিকে জন্মদিনের দিন সকালে স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী৷ সারা দেশেই ভারতীয় জনতা পার্টির সমর্থকরা বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করেছেন৷

   

তবে এই জন্মদিন পালন করতে গিয়ে বারাণসীর এক মোদী ভক্ত আজব কাণ্ড করে বসেছেন৷ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সংকট মোচন করতে মন্দিরে দেড় কেজি সোনার মুকুট উত্সর্গ করলেন৷ অরবিন্দ সিং নামে মোদী ভক্ত নাকি লোকসভা নির্বাচনের সময়ে ওই মন্দিরে মোদীজির ফের ক্ষমতায় আসলেই দেড় কেজি ওজনের সোনার মুকুট দেওয়ার মানত করেছিলেন৷ তাই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেই মানত পূরণ করলেন তিনি৷ অন্য দিকে আবার ইন্ডিয়া গেটে দিল্লি বিজেপির প্রধান মনোজ দিওয়ার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 69 ফুটের একটি কেক উত্সর্গ করেন৷

সম্পর্কিত খবর