পিঙ্ক বল টেস্ট: 50,100 র টিকিট পাঁচশো, হাজার টাকায়, নিমেষেই হাউস ফুল

বাংলা হান্ট ডেস্ক : এই প্রথম শহর কলকাতার বুকে আন্তর্জাতিক দিন রাতের টেস্ট তার উপরে আবার গোলাপি বলে তাই তো উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেট প্রেমীদের মধ্যেই।ইতিমধ্যেই শুক্রবার উদ্বোধনের প্রথম দিনেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ তাই তো প্রথম তিনিই পরবর্তী তিন দিনের টিকিট মে সেই বিক্রি হয়ে গেছে। তাই তো হাউসফুল হওয়ায় ব্ল্যাকে পঞ্চাশ একশো টাকার টিকিট পাঁচশো হাজার টাকায় ক্রয় করেছেন ক্রিকেটপ্রেমীরা।viratpinkballtrain

ভারত বনাম বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কে না চায়? তাই এখন আর টাকাকে টাকা বলেই মনে করছেন না ক্রিকেটপ্রেমীরা যদিও এমন কোনও অভিযোগ পাননি বলেই দাবি করেছেন পুলিশ কর্তারা। আসলে এই প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট তাই ইডেনের গ্যালারিতে বসে দেখার এমন সুযোগ ছাড়তে চান না কেউই। তাই তো কাউন্টারে টিকিট না পেয়ে কালোবাজারি কিছুর উপর ভরসা রাখতে হচ্ছে ক্রিকেট প্রেমীদের।

যদিও এই সুযোগে ব্ল্যাক টিকিট বিক্রেতাদেরও বেশ লাভ হচ্ছে কারণ আসল টিকিট প্রায় দশ থেকে বারো গুণ বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে তাই আনন্দ তুঙ্গে। যদিও ইতিমধ্যে টিকিট কালোবাজারির জন্য কড়া নজর রেখেছে পুলিশ। লালবাজার গোয়েন্দা বিভাগ গুন্ডা দমন শাখার আধিকারিকরাসাদা পোশাকে নজরদারি চালাচ্ছেন গত বুধবার থেকে।

যেহেতু অনলাইনে প্রথম চার দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে তাই টিকিটের চাহিদা আরও বেড়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েছে ব্ল্যাক টিকিট বিক্রেতারা। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন অয়োজন। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় চল্লিশটি টিকিট।

সম্পর্কিত খবর