করোনা মোকাবিলায় গরীব মানুষের পাশে এবার এয়ারটেল, আনল দুটি নতুন সুবিধা

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে লকডাউন। যে কারনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কোটি কোটি মানুষ।পাশাপাশি পরিবার ও বন্ধু বান্ধবদের সার্বিক হাল নিয়ে চিন্তিত সকলে। এই পরিস্থিতিতে কাছের মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য অভিনব ২টি পরিকল্পনা নিল ভারতী এয়ারটেল

সম্প্রতি এয়ারটেল জানিয়েছে ৮০ মিলিয়ন অল্প আয়ের গ্রাহকদের ১০ টাকা করে টকটাইম দেবে সংস্থা। কল এবং মেসেজ করার ক্ষেত্রে এই টকটাইম ব্যবহার করা যাবে।
পাশাপাশি, সমস্ত প্রিপেইড প্ল্যানগুলির বৈধতা বাড়িয়ে ১৭ই এপ্রিল পর্যন্ত করা হচ্ছে। যার অর্থ হলো যারা নতুন প্যাক কিনতে পারবে না তারা বিনা বাধায় ইনকামিং কলের পরিষেবা উপভোগ করতে পারবে।
প্রসঙ্গত, পরিস্থিতিতে দেশের একটা বিশাল অংশের কর্মচারীদের করতে হচ্ছে বাড়ি থেকে কাজ বা work-from-home। এই কর্মচারীদের সুবিধার জন্য টেলিকম কোম্পানি এয়ারটেল নিয়ে এসেছে বিভিন্ন work-from-home প্ল্যান।
ভারতী এয়ারটেল ব্রডব্যান্ড প্লান ₹ 799 থেকে শুরু হয় যা ব্যবহারকারীদের 150 এমবিপিএসের 150 জিবি ডেটা সরবরাহ করে। বাড়ি থেকে কাজ করার জন্য যদি আরও ডেটা প্রয়োজন হয় তবে তারা এয়ারটেলের অন্য একটি প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানে প্রতি মাসে 999 টাকায় 300 জিবি ডেটা পাওয়া যাবে এবং এর সংযোগের গতি 200 এমবিপিএস হবে।

গ্রাহকরা যদি প্রতিদিন 3 জিবি এর চেয়ে কম ব্যবহার করেন তবে এয়ারটেলের মোবাইল ইন্টারনেট প্যাকগুলির সাথে মোবাইল হটস্পটও ব্যবহার করতে পারবেন। বাড়ি থেকে কাজ করার সময় ব্যবহার করার জন্য সর্বাধিক জনপ্রিয় পরিকল্পনাগুলির মধ্যে একটি হল 56 দিনের মেয়াদ সহ 558 টাকার প্ল্যানটি। এই প্ল্যানটি সীমাহীন লোকাল, এসটিডি এবং রোমিং কলগুলির সাথে প্রতিদিন 100 টি জাতীয় এসএমএস সহ প্রতিদিন 3 জিবি ৪জি ডেটা সরবরাহ করে।

সম্পর্কিত খবর