370 ধারা তুলে দেওয়ার ফলে কাশ্মীরে সন্ত্রাস আরও বাড়বে, মোদী সরকারের নিন্দায় সরব শরদ পাওয়ার

ভারতের অঙ্গ কাশ্মীরকে ভারতভুক্তি করার জন্য 5 আগষ্ট তারিখে জম্মু কাশ্মীরর ওপর থেকে 370 ধারা তুলে নিয়েছে ভারত। সংবিধান থেকে পাকাপাকি ভাবে মুছে দেওয়া হয়েছে ধারাটি। তবে এর ফলে কাশ্মীরবাসীরা নিজেদের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন। ভারত সরকারের এই সিদ্ধান্তের পর 31অক্টোবর তারিখে জম্মু ও কাশ্মীর দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলের স্বীকৃতি পেতে চলেছে। আর এই নিয়েই পাকিস্তানের সঙ্গে আরও বিবাদ বেড়েছে। তবে এবার কাশ্মীরের ওপর থেকে ধারা প্রত্যাহার নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালচনায় সরব হলেন দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব শরদ পাওয়ার।

শনিবার মুম্বাইয়ের একটি সংখ্যালঘু সেলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একাধিক ইস্যুকে কেন্দ্র করে তাঁ বিরুদ্ধে সুর চড়ান তিনি। এমনকি 370 ধারা নিয়ে মোদী সরকারের নিন্দা করে পাকিস্তানের বিরুদ্ধাচরন করে মানুষ যা করছে তা মোটেও ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।এমনকি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা কুতসা রটানো হচ্ছে বলে মত প্রকাশ করেন।

370 ধারা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান ওই ধারাটি কাশ্মীরিদের কিছু বিশেষ সুযোগ ওসুবিধার জন্যই দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ কেড়ে নিয়ে মোদী সরকার নিজেকে সংখ্যালঘু বিরোধী বলে প্রমানিত করল বলে জানান তিনি।  শুধু 370 ধারা প্রত্যাহার করাই নয় দেশে গনপিটুনি সহ একাধিক ঘটনার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো তুলধনা করেন শরদ পাওয়ার। এমনকি এনআর সি অস্যুকেও টেনে আনেন। এবং ভারতীয় হিসেবে পরিচিতি গড়ে তোলার জন্য কোনো প্রমানের প্রয়োজন নেই বলেও মনে হয়েছে তাঁরা।

 

সম্পর্কিত খবর