প্রথমবার কোনো হিন্দু হল পাকিস্তান বায়ুসেনার পাইলট, জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্কঃ রাহুল দেব, হিন্দু হলেও, পাকিস্তানের (Pakistan) আকশে বিমান ওড়াবার সম্মতি পেলেন তিনি। গল্প নয়, একদম বাস্তব সত্যি। স্বাধীনতা প্রাপ্তির প্রায় ৭০ বছর পর পাকিস্তানের আকাশে বিমান উড়াবে এক হিন্দু যুবক। পাকিস্তানের সিন্ধ প্রদেশের তারপারেকারের বাসিন্দারা এখন এই রাহুল দেবের জন্য গর্ববোধ করছে।

   

পাকিস্তানি অত্যাচার

পাকিস্তানে সংখ্যা লঘু হিন্দুদের উপর বহুবার বহু কারণে অত্যাচার চলেছে। তাঁর প্রমাণও বহুবার ভারতসহ গোটা বিশ্বের মানুষজন পেয়েছেন। এমনকি সিন্ধ প্রদেশে বর্তমানে করোনা আক্রান্তদের পাঠিয়ে দেওয়া হছে বলেও শোনা গিয়েছিল। তবে এবারে সেই অঞ্চল থেকেই পাক আকাশে বিমান ওড়াবার ছাড়পত্র মিলল এক হিন্দু ছেলের হাতে। আর তাতেই পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা গর্বিত।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের তারপারেকারের বাসিন্দা

জেনালের ডিউটি পাইলট হিসাবেই বর্তমানে পাক এয়ার ফোর্সে যোগ দিয়েছেন এই তরুণ যুবক। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোন হিন্দু পাইলট হিসাবে যোগদান করল। ইতিসাহ সৃষ্টি করলেন এই রাহুল দেব। পাকিস্তানের সিন্ধ প্রদেশের তারপারেকারের বাসিন্দা হলেন এই পাইলট। পাকিস্তানের বসবাসকারী হিন্দুদের মধ্যে একটা বিরাট অংশের বাস সেখানে। উন্নয়ন থেকে বঞ্চিত ওই অঞ্চল থেকে রাহুলই প্রথম হিন্দু ব্যাক্তি, যিনি পাক বিমান বাহিনীতে যোগদান করল।

রাহুলের সাফল্যে অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েতের সেক্রেটারি রবি দাওয়ানি বললেন

পাক অধ্যুষিত অঞ্চলে একজন সংখ্যালঘু হিন্দু হয়েও রাহুল দেবের এই সাফল্যে অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েতের সেক্রেটারি রবি দাওয়ানি অত্যন্ত খুশি প্রকাশ করেছেন। এবং তিনি জানান, ‘যে সংখ্যালঘু সমাজের অনেক সদস্য সেনাবাহিনীর কাজ এবং পাশাপাশি সিভিল সার্ভিসে দায়িত্বও পালন করছেন। বিশেষত, দেশের অনেক বড় চিকিৎসক হিন্দু সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। সরকার যদি সংখ্যালঘুদের দিকে মনোযোগ দিতে থাকে, তবে আগামী সময়ে অনেক রাহুল দেব দেশের সেবার জন্য প্রস্তুত থাকবেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর