এই বিশেষ কয়েকটি কারনের জন্য এবার IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, বললেন মাইকেল ভন

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচের দিনই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবারের আইপিএল নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন। তিনি জানিয়ে দিলেন কে হতে চলেছে এবারের আইপিএল চ্যাম্পিয়ন। মাইকেল ভনের মতে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও তিনবার আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস। আর এই মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ম্যাচ দিয়েই আগামী 23 শে সেপ্টেম্বর আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। সেটা কলকাতা নাইট রাইডার্স এর প্রথম ম্যাচ হলেও মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে সেটি দ্বিতীয় ম্যাচ কারণ ইতিমধ্যেই আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফলে আমিরশাহীর পরিবেশ, পিচ, স্টেডিয়াম সম্বন্ধে সামান্য হলেও ধারণা তৈরি হয়ে গিয়েছে মুম্বাইয়ের ক্রিকেটারদের।

তবে মাইকেল ভন এর মতে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে যত শক্তিশালী দলের বিরুদ্ধেই শুরু করুক না কেন এর প্রভাব পড়বে না আইপিএলে অর্থাৎ আইপিএল জিততে কলকাতার কোন সমস্যাই হবে না বলে তিনি মনে করেন মাইকেল ভন।

Kolkata Knight Riders IPL

মাইকেল ভন জানিয়েছেন এবার কলকাতা নাইট রাইডার্স দলের কোচ প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তিনি কয়েক দিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে এসেছেন সেই কারণে আইপিএলে নামার আগে তিনি বেশ আত্মবিশ্বাসী ম্যাকালাম। এছাড়াও কলকাতা দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। একদিকে যেমন রয়েছে বিধ্বংসী টিটোয়েন্টি স্পেশালিস্ট অলরাউন্ডার আন্দ্রে রাসেল তেমনি রয়েছে বর্তমানে নাম্বার ওয়ান বোলার প্যাট কামিন্স। এছাড়াও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকেও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে কুলদীপ যাদব, নিতিশ রানা, দীনেশ কার্তিকের মত বেশ কয়েকজন ক্রিকেটারের উপস্থিতি কলকাতা নাইট রাইডার্স দলের গভীরতা বাড়িয়েছে। সেই কারণেই মাইকেল ভন মনে করেন এবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর