ভারতের কূটনৈতিক জয়! আমেরিকা চীনের ট্রেড যুদ্ধে ভারত লাভ করলো ৭৫৫ মিলিয়ন ডলার

বাংলা হান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে আসলে ভারতের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরা হলেও পরোক্ষভাবে কিন্তু ভারত এই বিশেষ কারণেই সুবিধাভোগী হয়ে উঠেছে৷ জাতিসংঘের এক সমীক্ষায় দেখা গেছে বাণিজ্য ও বিনিয়োগ খাতে ইতিমধ্যেই ভারত 755 মিলিয়ন ডলার আয় করে ফেলেছে ইতিমধ্যেই৷ আর এই সবের পিছনেই অন্যতম কারণ হিসেবে উঠে আসে চলতি আর্থিক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত দ্রব্য রফতানি৷

চলতি বছরের প্রথম দিকে রাসায়নিক ধাতু এবং আকরিক সহ অন্যান্য পণ্যও রফতানি করা হত৷ সম্প্রতি চীনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বাণিজ্য, বাণিজ্যের বিবর্তনের প্রভাব এই শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যেখানে দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের ফলেরপ্তানিকৃত দ্রব্যের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে৷                                                                                                  ট্রাম্প সরকার চীনকে নতুন শুল্ক ধার্য করে দেওয়ার ফলে মার্কিন বাজারে প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা বাণিজ্যের ওপর প্রভাব ফেলেছে৷ এর ফলে তাইওয়ান মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি বিশেষ সুবিধা ভোগ করছে৷ এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে বাণিজ্য বিচরণের ক্ষেত্রে সামান্য হলেও কয়েক বিলিয়ন ডলার লাভ করেছে কোরিয়া কানাডা এবং ভারত৷ বাকি সুবিধাগুলি অন্যান্য দেশ গ্রহণ করেছে৷                                                                                                                                                                      ওই সমীক্ষায় আরও দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ধার্য করার ফলে চীনা রফতানিকৃত জয়ের ওপর আঘাত হানা গেছে৷ 2018 সালের মাঝামাঝি সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রবণতা তৈরি হয়েছিল, অবশেষে চলতি বছরের মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক ধার্য করায় সেই যুদ্ধ আরও ভয়াবহ আকার নিয়েছে৷

সম্পর্কিত খবর