আরেব্বাস! ভারতীয় পাসপোর্ট থাকলেই বাজিমাত! পুজোয় বিনা ভিসায় ঘুরতে চলে যান এইসব দেশে

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। তার সাথেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারতীয় পাসপোর্ট (Indian Passport)। আগে যেখানে ভারতীয় পাসপোর্টধারীরা (Indian Passport) বিনা ভিসাতে (Visa) ৫৭ টি দেশে যেতে পারতেন, বর্তমানে বিনা ভিসায় সেখানে যাওয়া যাচ্ছে ৬২ টি দেশে।

ভারতীয় পাসপোর্ট (Indian Passport) থাকলেই কেল্লাফতে

আর কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর মরশুমে আপনারা চাইলে কম খরচে ঘুরে আসতে পারেন এমন কিছু দেশ থেকে যেখানে লাগবে না ভিসা। শুধু ভারতীয় পাসপোর্ট (Indian Passport) থাকলেই এই দেশগুলিতে অনায়াসে চলে যেতে পারবেন। ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন থাইল্যান্ড।

Thailand Indian passport

মনোরম সমুদ্র সৈকত থেকে রকমারি খাওয়াদাওয়া, পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে থাইল্যান্ড। এই দেশে ভারতীয় পর্যটকদের মিলবে ৩০ দিনের বিনামূল্যে ভিসা। ভারতীয় পর্যটকদের জন্য ৬ মাসের বিনামূল্যে ভিসা দেয় শ্রীলংকা। ভারতীয় সংস্কৃতির সাথে এদেশের সংস্কৃতির মিল রয়েছে।

আরোও পড়ুন : অভিনয়কে বিদায় জানিয়ে, জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ‘মিলি’ খ্যাত অনুভব কাঞ্জিলাল

তাছাড়াও এখানকার বিভিন্ন সমুদ্র বন্দর ও ঐতিহাসিক স্থান পর্যটকদের আকর্ষণ করে। ভারতীয়দের জন্য ১৪ দিনের ভিসা বিনামূল্যে দেয় ভুটান। স্বর্গ সমান সৌন্দর্য ও বিভিন্ন বৌদ্ধমঠ ভুটানের প্রধান আকর্ষণ। বিভিন্ন দুর্গম পাহাড়ের পীঠস্থান নেপাল। নেপাল যেতে ভিসা লাগে না ভারতীয়দের।  এছাড়াও নেপালের সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে।

Indian Passport awa

যাদের বাজেট একটু বেশি তারা ঘুরতে চলে যেতে পারেন মরিশাস। এই দেশটি ভারতীয়দের ৯০ দিনের জন্য বিনামূল্যে ভিসা দিয়ে থাকে। বিলাসবহুল রিসোর্ট থেকে খাওয়া-দাওয়া, মরিশাস বহু ভারতীয়র কাছেই হট ডেস্টিনেশন। ভারতীয়দের ৬ মাসের বিনামূল্যে ভিসা দিয়ে থাকে এল সালভাদর। মন মাতানো সমুদ্র সৈকত, প্রাকৃতিক বৈচিত্র ও এখানকার সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে আসছে বহু যুগ ধরে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর