তাজমহল ছেড়ে গরুর ফটো তুলতে গিয়ে আহত বিদেশী পর্যটক

বাংলাহান্ট ডেস্কঃ বহু বিদেশি পর্যটকের কাছেই ভারত ও তাজমহল সমার্থক। তারা পৃথিবীর দূর দূরান্ত থেকে ভারতে আসেন কেবল মাত্র তাজমহলের সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু তাজমহল ছেড়ে গরুর ফটো কেউ তুলতে গেছে এমন  দৃশ্য আপনি স্বপ্নেও ভেবেছেন কি? এমনই কান্ড ঘটাতে গিয়ে আহত হলেন এক বিদেশী।

তাজমহলের পশ্চিম গেটের কাছে নিলেক্স একটি গরুকে দেখতে পেয়ে ছবি তুলতে যান নিলেক্স

 

জানা যাচ্ছে ঐ বিদেশির নাম নিলেক্স। বয়স চল্লিশের কাছাকাছি। জয়পুর ঘুরে আগ্রায় এসেছিলেন নিলেক্স ও তাঁর স্ত্রী। সেখানেই তাজমহলের পশ্চিম গেটের কাছে নিলেক্স একটি গরুকে দেখতে পেয়ে ছবি তুলতে যান। কিন্তু এই ড্যানিশ বিদেশীকে একে বারেই পছন্দ হয় নি গোমাতার।

শিং দিয়ে সেই গরু গুতিয়ে দেয় তাকে। যে কারনে নিলেক্সের একটি হাড় ভেঙ্গেছে বলে জানাচ্ছে চিকিৎসক রা। তিনি আপাতত হাত নাড়াতে পারবেন না বলে জানা যাচ্ছে। কিন্তু ডেনমার্কের বাসিন্দা এই দম্পতির ভারত ঘুরতে তেমন কোনো শারিরিক বাধা নেই । আপাতত গোয়া যাওয়ার প্লান তাদের।

maxresdefault 62

তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গোম্বুজাকৃতি রাজকীয় সমাধীটিই বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্বঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল।

সম্পর্কিত খবর