দীঘা, ডুয়ার্স তো অনেক হল! এবার সামান্য খরচে ঘুরে আসুন কলকাতার কাছেই মিনি আমাজন থেকে

বাংলাহান্ট ডেস্ক : পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ (India) এক বিস্ময়। যুগ যুগ ধরে ভারতের প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করেছে বিশ্বের পর্যটকদের। উত্তরে হিমালয় থেকে শুরু করে দক্ষিণের সমুদ্র, কিংবা পশ্চিমে থর মরুভূমি থেকে শুরু করে পূর্বের নদী কেন্দ্রিক সভ্যতা, সবকিছুই ভারতবর্ষকে এক উপমহাদেশে পরিণত করেছে। পাহাড় থেকে সমুদ্র, বনাঞ্চল থেকে শহর, ভারতবর্ষ নিজেই এক রূপকথা।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাজন ফরেস্টে যাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু স্বপ্ন দেখলেই তো হল না! আমাজন (Amazon Rainforest) ভারতবর্ষ থেকে এতটাই দূরে যে সেখানে যাওয়া বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। আমাজনের রেইনফরেস্ট ভ্রমণ তাই অধিকাংশ মানুষের কাছেই স্বপ্নের অতীত। কিন্তু আপনার হয়ত জানেন না যে ভারতবর্ষেই, বলা ভালো বাড়ির কাছেই রয়েছে এক মিনি আমাজন।

ভারতবর্ষের এই আমাজন অবস্থিত উড়িষ্যায় (Odisha)। যারা জঙ্গলে ঘুরতে পছন্দ করেন তারা ঘুরেই আসতেই পারেন উড়িষ্যার এই অসাধারণ জায়গা থেকে। উড়িষ্যা বলতে আমাদের প্রথমে মাথায় আসে পুরীর সমুদ্র সৈকত , জগন্নাথ দেবের মন্দির। এই জায়গাগুলি ছাড়াও আরও একটি অসাধারণ জায়গা হল ভিতরকণিকা। ভিতরকণিকা অবস্থিত উড়িষ্যার চাঁদিপুর ও পারাদ্বীপের মাঝে। এই ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর মধ্যেখানের ব-দ্বীপ দ্বারা।

Odisha

এই অরণ্যটি সুবিশাল ৬৫০ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। এই অরণ্যের ছিমছাম সুন্দর বনানী আপনার মন কেড়ে নেবে। আকাশ-বাতাস জুড়ে খেলা করে সাদা কুমির ও নানান ধরনের পাখির কলরব। এবার জেনে নেওয়া যাক কিভাবে যাবেন এই জায়গায়। এই জায়গায় চাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছাতে হবে উড়িষ্যার ভদ্রক। সেখান থেকে আপনাকে যেতে হবে চাঁদবালি। চাঁদবালি থেকে এই অভয়ারণ্য খুবই কাছে। তবে একটা কথা মাথায় রাখবেন এই জায়গায় মশার উপদ্রব কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর