চরম বিপদে প্রাপ্তন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি! পুরো বাড়ি লক করে দেওয়া হল।

করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের প্রাপ্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কয়েকদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে থাকাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা এবং তার স্ত্রী। চিকিৎসার পর অবশেষে তিনি সুস্থ হয়েছেন। বর্তমানে মাশরাফি এবং তার স্ত্রী দুজনেই সম্পূর্ণ সুস্থ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সম্পূর্ণ বাড়িতেই হোম কোয়ারেন্টিনেই ছিলেন মাশরাফি এবং তার স্ত্রী।

মাশরাফির সুস্থ হওয়ার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা। আপাতত তিনিও সুস্থ হয়েছেন। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মাশরাফি বিন মুর্তাজার বাবা, মা, মামি এবং তার ছোট ভাইয়ের স্ত্রী। কয়েকদিন ধরেই এই চারজনের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল। অবশেষে পরীক্ষার ফলাফলও পজেটিভ এসেছে। তবে জানা গিয়েছে এই চারজনের শরীর আপাতত সুস্থ রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে মাশরাফি বিন মুর্তাজার পুরো বাড়িটি এই মুহূর্তে লক করে দেওয়া হয়েছে। যেহেতু একই বাড়িতে চারজন করোনা আক্রান্ত তাই বাড়ি থেকে কারুর বেরোনো নিষেধ। সেইসাথে বাড়িতে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে আগামী বেশ কিছুদিন মাশরাফির পুরো বাড়িটি লকডাউন অবস্থায় থাকবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর