৮১ বছর বয়সে প্রয়াত হলেন দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত আর আমাদের মাঝে নেই। আহ শনিবার ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। অনেকদিন ধরেই উনি অসুস্থ ছিলেন। শীলা দীক্ষিত এর মৃত্যুতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দুঃখ প্রকাশ করেন। উনি জানান, ‘কংগ্রেসের মেয়ে ছিলেন শীলা দীক্ষিত। আর এর জন্য ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত।” ওনার পরিবার আর দিল্লীর মানুষদের জন্য সহানুভূতি ব্যাক্ত করে রাহুল গান্ধী বলেন, তিন বারের কার্যকালে শীলা দীক্ষিত দিল্লীর হয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করেন।

আজ সকালে শারীরিক অসুস্থতার জন্য শীলা দীক্ষিত কে দিল্লীর এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শীলা দীক্ষিত বর্তমান অবস্থায় দিল্লী কংগ্রেসের সভাপতি ছিলেন।

১৯৩৮ সালের ৩১ মার্চ পাঞ্জাবের কপুরথালা-য় জন্ম গ্রহণ করেছিলেন শীলা দীক্ষিত। দিল্লীর জিএসএস এন্ড মেরি স্কুলে ওনার প্রাথমিক পড়াশুনা হয়। এরপর তিনি উচ্চ শিক্ষা দিল্লীর ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে প্রাপ্ত করেন। উত্তর প্রদেশের উন্নাও জেলার ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) অফিসার বিনোদ দীক্ষিত এর সাথে বিবাহ হয়েছিল।

বিনোদ দীক্ষিত কংগ্রেসের বড় নেতা ছিলেন, এবং তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উমাশঙ্কর দীক্ষিত এর ছেলে ছিলেন। শীলা দীক্ষিত এর দুটি সন্তান আছে, ওনার পুত্র সন্দিপ দীক্ষিত প্রাক্তন সাংসদ। শীলা দীক্ষিত প্রথমবার ১৯৮৪ সালে উত্তর প্রদেশের কনৌজ থেকে সাংসদ হয়েছিলেন। এরপর ১৯৮৯ সালেও তিনি ওখান থেকে সাংসদ হন।

১৯৯৮-২০১৩ পর্যন্ত তিন বার দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৩ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস হেরে যাওয়ার পর তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তিনি দিল্লীর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে শীলা দীক্ষিত কে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর