মাসে আয় ১৫ লক্ষ টাকা! ধনকুবেরর থেকে কম নয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মিতালী রাজ-র সম্পত্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া ২৩ বছরের যাত্রার অবসান ঘটেছে সম্প্রতি। ৪ দিন আগে ভারতীয় জাতীয় দল (India National Cricket Team) থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মিতালী রাজ (Mithali Raj)। টুইট করে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের কথা ঘোষণা করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। টেস্ট, টি টোয়েন্টি, ওডিআই মিলিয়ে তিনি আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবেই ক্রিকেটকে বিদায় জানালেন। তিনি একদিনের ক্রিকেটে ৭৮০৫, টি টোয়েন্টিতে ২৩৬৪ এবং টেস্টে ৬৯৯ রান করেছেন। একজন দক্ষ ব্যাটারের পাশাপাশি তিনি একজন যোগ্য অধিনায়ক হিসাবেও বেশ কিছু বছর ভারতীয় মহিলা দলের নেতৃত্বের দায়ভার বহন করেছিলেন। একজন ভারতীয় মহিলা হিসাবে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং খেলরত্ন পুরস্কারগুলি পেয়েছিলেন। তার পাশাপাশি তার মোট সম্পত্তির পরিমাণ যদি শোনেন তাহলেও আপনার চোখ কপালে উঠবে।

হাতে আসা তথ্য অনুসারে প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ হল ৪.৯ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকার কাছাকাছি। তার প্রতি মাসের আয় আপাতত প্রায় ১৫ লক্ষ টাকা এবং এক বছরে তার রোজগার গিয়ে দাঁড়ায় ৪ কোটি টাকার কাছাকাছি। এত বিশাল পরিমাণ রোজগারের কারণ শুধু ক্রিকেট নয়, ক্রিকেট বাদেও মিতালী বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের স্পনসরশিপের সাথেও জড়িত। বিসিসিআই তাকে বার্ষিক ৩০ লক্ষ টাকা বেতন দিত।

প্রাক্তন ভারত অধিনায়কের গাড়ির খুব একটা শখ না থাকলেও তিনি যে কটি গাড়ি তার গ্যারেজে রেখেছেন তার মধ্যে বেশ কয়েকটি গাড়ি বেশ লোভনীয়। তার কালেকশনের সবচেয়ে দামি গাড়িটির নাম বিএমডব্লিউ থ্রি টোয়েন্টি ডি, যার মূল্য ২ কোটি টাকারও বেশি। এছাড়াও তার সংগ্রহে হন্ডা একর্ড এবং রেনোল ডাস্টারের মতো গাড়িগুলিও রয়েছে যেগুলির দাম আকাশছোঁয়া৷ ভবিষ্যতে আরও কিছু গাড়ি তার কালেকশনে দেখা যেতে পারে কারণ অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে সরছেন না মিতালী।

ভারতীয় জাতীয় দল,India National Cricket Team,Cricketer,Crore,Lakh,Indian Rupee,মিতালী রাজ,Mithali Raj

আগামী সময় নিজেকে বিসিসিআইয়ের অভ্যন্তরে একজন ক্রিকেট প্রশাসক হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন মিতালী। তারকা ক্রিকেটারের এই দ্বিতীয় ইনিংসে কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট ধারণা হয়তো কারোরই নেই। কিন্তু মিতালী নিজের বার্তাতেই জানিয়েছিলেন যে তিনি ক্রীড়া প্রশাসকের কাজের সাথে আনন্দের সাথে যুক্ত থাকতে চাইবেন, বিশেষ করে মহিলা ক্রিকেটের উন্নতি হোক এমন কোনও পদক্ষেপ তার পক্ষে নেওয়া সম্ভব হলে তিনি আনন্দের সাথে সেই কাজ করবেন বলে জানিয়েছেন। কাজেই মিতালীর রোজগার কোনওভাবেই কমবে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর