সব ধরনের মিসাইল বানাতে সক্ষম দেশের তালিকায় যুক্ত হল নাম, নয়া মুকুট ভারতের পালকে

বাংলাহান্ট ডেস্ক: অগ্নি, ব্রাহ্মোসের মতো উচ্চমানের ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা ইতিমধ্যেই করে ফেলেছে ভারত। এর ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় জুড়েছে আমাদের দেশের নাম। ক্ষেপনাস্ত্র প্রযুক্তিতে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের তালিকায় নাম লিখিয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে বিশ্বমানের ক্ষেপনাস্ত্র তৈরি করা যেতে পারে। একইসঙ্গে আমাদের দেশের কাছে সব ধরনের ক্ষেপনাস্ত্রই মজুত রয়েছে।

   

বাইরের শত্রুর থেকে দেশকে পুরোপুরিভাবে রক্ষা করতে সক্ষম এই ক্ষেপনাস্ত্রগুলি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করেছে এই অস্ত্রগুলি। একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন প্রাক্তন DRDO প্রধান জি সতীশ রেড্ডি (G Satheesh Reddy)। বর্তমানে তিনি প্রতিরক্ষামন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টার পদে রয়েছেন। তিনি আরও বলেন, ক্ষেপনাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে গিয়েছে ভারত। এ ক্ষেত্রে বিশ্বের শক্তিধর দেশগুলির তালিকায় দেখা যায় ভারতকেও।

india missiles

ভারত এখন লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইক ক্ষেপনাস্ত্র তৈরিতে সক্ষম। ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনায় এই ধরনের ক্ষেপনাস্ত্র ব্যবহার করা হয়। দেশের তিন সামরিক বাহিনীর জন্যই এই ক্ষেপনাস্ত্র তৈরি করা হচ্ছে বলে খবর। যেমন অ্যাস্ট্রা ক্ষেপনাস্ত্র একেবারেই অদ্বিতীয়। এটি একটি এয়ার টু এয়ার ক্ষেপনাস্ত্র। অর্থাৎ আকাশ থেকে ছুঁড়ে আকাশেরই কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানা যেতে পারে এটি দিয়ে। ]

dr g satheesh reddy

একইভাবে ভারতের কাছে বেশ কয়েকটি সার্ফেস টু সার্ফেস ক্ষেপনাস্ত্রও আছে। এগুলি মাটি থেকে ছুঁড়ে মাটিরই কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও ক্রুজ ক্ষেপনাস্ত্রও রয়েছে ভারতের কাছে। এই সব ধরনের ক্ষেপনাস্ত্রগুলি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করে তোলে। প্রাক্তন DRDO প্রধান আরও জানান, ক্ষেপনাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের সেরা পাঁচটি দেশের মধ্যে রয়েছে। 

ইতিমধ্যেই মহাকাশে উড়ন্ত উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপনাস্ত্রও পরীক্ষা করে ফেলেছে ভারত। এই ক্ষমতার দিক থেকে ভারত চতুর্থ স্থানে রয়েছে। এর আগে শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ও চিনের কাছে এই ক্ষমতা ছিল। এ বার সেই তালিকায় যোগ হয়েছে ভারতের নাম। আগামী দিনে ভারতের তিনটি সশস্ত্র বাহিনীকেই আরও বেশি প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে DRDO-সহ অন্যান্য সংস্থা। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর