ধোনির জাতীয় দলে ফেরা অসম্ভব, বলছেন প্রাপ্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার।

দীর্ঘদিন ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে আর কি জাতীয় দলে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি? ধোনির আন্তর্জাতিক কেরিয়ার কোথায় দাঁড়িয়ে? ভারতীয় ক্রিকেটে চলতে থাকা এই জল্পনায় এবার মুখ খুললেন প্রাপ্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার।

কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার মনে করেন ভারতীয় ক্রিকেট দলে আর ধোনির জায়গা নেই। তিনি মনে করেন টিটোয়েন্টি বিশ্বকাপ কে টার্গেট করে ভারতীয় দল যে গতিতে এগিয়ে চলেছে তাতে এই দলে ধোনির জায়গা করা অসম্ভব। গাভাস্কার জানিয়েছেন আমি ভারতীয় ক্রিকেট দলে ফের ধোনিকে দেখতে চাই কিন্তু সেটা আর হবে বলে আমার মনে হয় না। গাভাস্কার মনে করেন ধোনি নিরবেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেট কে।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নি ধোনি। তাই সবার চোখ ছিল আইপিএলের দিকে। অনেকেই মনে করেছিলেন আইপিএলে ধোনি ভালো পারফরম্যান্স করতে পারলে ফের ভারতীয় দলের দরজা খুলে যাবে ধোনির জন্য কিন্তু এই মুহূর্তে অইপিএল নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ধোনির কেরিয়ার নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর