না ফেরার দেশে চলে গেলেন নদিয়া জেলার প্রবীণ রাজনৈতিকবীদ তথা বিধায়ক গৌরীশঙ্কর দত্ত

বাংলাহান্ট ডেস্কঃ করোনার প্রাণ কাড়ল আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের। তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা নদিয়া জেলার দাপুটে নেতা গৌরীশংকর দত্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌরীশংকরবাবু। বুধবার সন্ধের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৯৮ আসালে তৃণমূলের প্রতিষ্ঠা হওয়ার পর গৌরীবাবু ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। যদিও ২০০২ সালে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এরপর আবার তিনি নিজের পুরনো দল তৃণমূলেই ফিরে যান। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। যদিও এবার তিনি নির্বাচনে লড়েন নি।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল ওনার। তবে এবার একুশের নির্বাচনে দলের টিকিট না পাওয়ায় তিনি ছেলে অয়ন আর অনেক অনুগামী নিয়ে বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপিতে যোগ দিলেও টিকিট চাননা বলে জানিয়েছিলেন।

একুশের নির্বাচনে বিজেপির হয়ে ভোট চাইতেও দেখা যায় ওনাকে। কিন্তু বিগত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় ওনাকে চিন্তা বাড়ছিল। অবশেষে বুধবার সন্ধে বেলায় না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ এই রাজনৈতিকবীদ।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর