২০১৪ হারার জন্য সোনিয়া-মনমোহন দায়ী, বিস্ফোরক তথ্য ফাঁস প্রণব মুখার্জীর বই থেকে

বাংলা হান্ট ডেস্ক: ২০১৪ সালে লোকসভা ভোটে কংগ্রেসের হারের জন্য সরাসরি সোনিয়া গান্ধী [Sonia Gandhi] ও মনমোহন সিংকেই [Manmohan Singh] দায়ি করেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী [Pranab Mukherjee]। তাঁর মতে, তিনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো কংগ্রেসকে ক্ষমতাচ্যুত হতে হতো না। অন্তত কংগ্রেসের অন্দরেই নাকি এমনটা অনেকে মনে করতেন। নিজের আত্মজীবনীর শেষ খণ্ডে এমনটাই নাকি দাবি করেছেন প্রণব মুখার্জী।

আগামী জানুয়ারি মাসে প্রকাশ পেতে চলেছে প্রণববাবুর লেখা শেষ বই ‘দ্য মেমোয়্যার, দ্য প্রেসিডেন্সিয়ান ইয়ার্স’এর শেষ খণ্ড। সেখানেই নাকি পার্টি নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন প্রয়াত রাষ্ট্রপতি। এমনটাই জানানো হয়েছে প্রকাশনা সংস্থা সূত্রে। ২০১২ সালে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন প্রণববাবু। তার আগে পর্যন্ত কংগ্রেস সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। দল যখনই বিপদে পড়েছে, তখনই ক্রাইসিন ম্যানেজার হিসেবে অবতীর্ণ হয়েছেন প্রণব মুখার্জী।

   

২০০৪ সালে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, তখন সকলেই ভেবেছিলেন এবার প্রধানমন্ত্রী হবেন প্রণব মুখার্জী। কিন্তু সকলে অবাক করে প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং। সোনিয়া গান্ধীর এই সিদ্ধান্তে যে খুশি হননি প্রণববাবু, তা জানতেন মনমোহনও। তিনি তাই প্রণববাবুর আত্মজীবনীর প্রথম খণ্ড প্রকাশের সময় বলেছিলেন, ‘ওঁর অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ ছিল। কিন্তু তার জন্য কোনওদিন আমাদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি।’

আত্মজীবনীর শেষ খণ্ডে অবশ্য সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের তীব্র সমালোচনা করেছেন প্রণববাবু। সেখানে তিনি লিখেছেন, ‘সরকারচ্যুত হওয়ার দায় অবশ্যই প্রধানমন্ত্রীর ওপর বর্তায়। তিনি জোটরক্ষার দিকেই বেশি ধ্যান দিয়েছিলেন। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে বেশ প্রভাব পরেছিল। কিন্তু মোদী দায়িত্ব নিয়ে অনেকটা স্বৈরাচারী ভাবেই সরকার চালাচ্ছেন। এর ফলে সরকারের সঙ্গে আইনসভা ও বিচারব্যবস্থার সম্পর্ক অনেকটাই খারাপ হচ্ছে। অবশ্য এই ধারা বদলাবে কিনা তা সময়ই বলবে।’

সম্পর্কিত খবর