পঞ্চতত্বে বিলীন হলেন ভারত রত্ন প্রণব মুখার্জী

বাংলা হান্ট ডেস্কঃ ভারত রত্ন (Bharat Ratna) তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) প্রণব মুখার্জীর (Pranab Mukherjee) আজ দিল্লীতে শেষকৃত্য করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শেষকৃত্য লোধী রোডের শবদাহ গৃহতে সম্পন্ন হয়। প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য কোভিড প্রোটোকল মেনেই করা হয়েছে। প্রণব পুত্র অভিজিৎ মুখার্জী ওনার মুখাগ্নি করেছেন।

   

কাল বিকেলে প্রণব বাবু সবাইকে বিদায় জানিয়ে চলে যান। মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৮৪ বছর। ওনাকে ১০ ই আগস্ট দিল্লীর সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে ওনার করোনা রিপোর্ট পজেটিভ আসে। ওই হাসপাতালে ওনার এমার্জেন্সি ব্রেন সার্জারিও করানো হয়েছিল। এরপর থেকে ওনার শারীরিক সমস্যা বেড়ে যায়। গোটা দেশবাসী নিজের প্রিয় রাজনেতা প্রণব মুখার্জীকে শেষ বিদায় জানিয়েছে। দেশে ওনার মৃত্যু নিয়ে শোকের মহল ছেয়ে গেছে। কেন্দ্র সরকার সাতদিনের জন্য গোটা দেশে রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারত রত্ন প্রণব মুখার্জীর আবাসে ওনাকে শেষ শ্রদ্ধা জানান। প্রণবদার পায়ে ফুল দিয়ে ওনাকে শেষ বিদায় জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনাকে প্রণাম করেন। এছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রীরা আজ ওনাকে শেষ বিদায় জানান।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর