আমরা তো ধূমপান পর্যন্ত করি না, NCB এর জেরায় দাবি দীপিকা-সারা-শ্রদ্ধার

বাংলাহান্ট ডেস্ক: নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর (NCB) জেরায় সারা আলি খান (sara ali khan) থেকে দীপিকা পাডুকোন (deepika padukone) সকলেই একবাক‍্যে স্বীকার করেছেন তারা মাদক সেবন করেননি। এমনকি কোনোদিন ধূমপান পর্যন্ত করেননি বলে দাবি করেছেন এই চার অভিনেত্রী।

   

জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুত সম্পর্কে কোনো বিতর্কিত ঘটনার উত্তরও তারা জানেন না বলছ দাবি করেছেন। NCB সূত্রে খবর, পরীক্ষা নিরীক্ষার জন‍্য তাদের যে মোবাইল ফোন বাজেয়াপ্য করা হয়েছে তা থেকেই সব রহস‍্যের জট খুলতে পারে। অপরদিকে খবর মিলেছে ধর্মা প্রোডাকশনের একজন প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ম‍্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ জানিয়েছেন।


তাঁর অভিযোগ করন সম্পর্কিত খবরের জন‍্য ‘হেনস্থা’ করা হয়েছে তাঁকে। তার আইনজীবী সতীশ মানশিন্ডে দাবি করেন, NCB ইধিকারিকরা জেরার সময় তাকে প্রস্তাব দেন করন জোহর সম্পর্কে তথ‍্য ফাঁস করে দেওয়ার জন‍্য।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে NCB আধিকারিকরা। শনিবার গ্রেফতার হওয়া ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্ষীতিশ প্রসাদকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত NCBর হেফাজতে রাখা হয়েছে।

জানা গিয়েছে, মাদক পাচারকারী করমজিৎ ও কাইজেন ইব্রাহিমের থেকে গাঁজা কিনতেন ক্ষীতিশ। এই মাদক সরবরাহকারীদের সঙ্গে আবার যোগ ছিল সুশান্তের ম‍্যানেজার স‍্যামুয়েল মিরান্ডারও। আইনজীবী সতীশ মানশিন্ডের দাবি, ক্ষীতিশের বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি যা থেকে প্রমাণ হবে তিনি গাঁজা খেতেন। তাও জোর করে তার জবানবন্দি নেওয়ার চেষ্টা করছে NCB আধিকারিকরা।


প্রসঙ্গত, গত বছরে করনের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, মালাইকা অরোরা সহ বেশ কয়েকজন খ‍্যাতনামা তারকা।

পার্টির ভিডিওটি প্রকাশ‍্যে আসতেই অভিযোগ ওঠে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। এমনকি মাত্র কিছুদিন আগেই অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শীর্ষা এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে NCBর দিল্লি অফিসের দ্বারস্থ হয়েছিলেন। ভিডিওটির ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার পরেই NCB তদন্তে নামবে বলে জানা গিয়েছিল তখন।

এবার ফরেন্সিক টিমের তরফে ভিডিওটি রিপোর্ট প্রকাশ‍্যে এসেছে। ফরেন্সিক রিপোর্ট অনুসারে, ভিডিওটিতে কোনো এডিট করা হয়নি বা কাটাছেঁড়াও করা হয়নি। এবার NCB নিজেদের মতো ভিডিওটি নিয়ে তদন্ত শুরু করতে পারে।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে NCB। আগামী সোমবার বা মঙ্গলবার সম্ভবত একটি বৈঠকও হতে পারে এই বিষয়ে। NCBর টিম দিল্লি পৌঁছালেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর