বৃষ্টি বন্ধ করতে ব্যাঙ দম্পতির বিবাহ বিচ্ছেদ।

 

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে indrodeb প্রসন্ন হলে খরা ভূমিতেও বৃষ্টি নামে। সেই উদ্দেশ্য নিয়েই ওম শিব সেবা শক্তি মন্ডলের সদস্যরা গত ১৯ জুলাই, যখন ভোপালে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, দুটি ব্যাঙের বিয়ে দেয়।কিন্তু ইন্দ্রদেব সম্ভবত বেশি প্রসন্ন হওয়ায় স্বাভাবিকের থেকে ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ভোপালে।গত রবিবার ভোপালে যা বৃষ্টি হয়েছে তা ১৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ।গত ২৪ ঘণ্টায় ভোপালে ৪৮ মিলিলিটার বৃষ্টি হয়েছে। যার জেরে ভেসে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল।

IMG 20190913 120541

 

সুতরাং ব্যাঙেদে র বিয়েও টেকানো গেল না।বন্যা হওয়ায় এবার সময় ব্যাঙের বিবাহ বিচ্ছেদের। বৃষ্টির আশায় ব্যাঙেদের বিয়ে দেওয়া হয়েছিল ভোপালের ইন্দ্রপুরী অঞ্চলে। কিন্তু ভোপালসহ গোটা মধ্যপ্রদেশে এতই বৃষ্টি হচ্ছে যে ভেসে গেছে একাধিক অঞ্চল।  শিব শক্তি মন্জলের সদস্যরা মনে করছেন যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটালেই এই বৃষ্টি থামবে।

সম্পর্কিত খবর