27 অক্টোবর থেকে চালু হচ্ছে অন্ডাল-চেন্নাই বিমান পরিষেবা, প্রথম টিকিট কাটবেন বাবুল

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আর মাত্র একমাসের অপেক্ষা। তারপরই সবার জন্য চালু হবে অন্ডাল-চেন্নাই বিমান চলাচল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় মঙ্গলবার দলীয় অনুষ্ঠানে অপস্থিত হয়ে একথা জানিয়েছেন। স্পাইস জেট 131 চেন্নাই থেকে প্রতিদিন 5 টা 35 মিনিটে ছাড়বে এবং অন্ডালে এসে পৌঁছাবে 7 টা 50 মিনিটে। আবার অন্ডাল থেকে সেটি ছাড়বে 8 টা 20 মিনিটে এবং চেন্নাই গিয়ে পৌঁছবে 10 টা 35 মিনিটে। এই বিমান পরিষেবা চলাচলের ফলে সাধারণ মানুষের চেন্নাইয়ে গিয়ে চিকিত্সা শুরু করতে আরও সুবিধা হবে বলে জানান বাবুল। 27 অক্যোবর তারিখে অন্ডাল-চেন্নাই বিমান চলাচলের দিন প্রথম টিকিটটি কাটার ইচ্ছা প্রকাশ করেছেন বাবুল। এমনকি স্পাইস জেট সংস্থাকে তিনি জানিয়েছন বলেও জানালেন এদিন।Andal to Mumbai Travel by flight

উল্লেখ্য, শিল্পাঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে মুম্বাই ও চেন্নাইয়ের বিমান চলাচল শুরু করা। এই নিয়ে সাংসদ হিসেবে যখন বাবুল সুপ্রিয় পদে আসীন হন ঠিক তখনই সে অঞ্চলের বাসিন্দারা তাঁর কাছে এই দাবি তুলেছিলেন। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে চলতি বছরের জানুয়ারী মাস থেকে কাজ শুরু হয়। অসমারিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে কথাও বলেন বাবুল সুপ্রিয়। এছাড়াও বিমান সংস্থার সঙ্গে কথা বলে হায়দরাবাদ হয়ে চেন্নাই অবধি বিমান চলাচল করার জন্য অনুমতিও নেন বাবুল।

সম্পর্কিত খবর