সমাজবাদী থেকে রাষ্ট্রবাদী? মৃত্যুর আগে RSS কে ১৫ কোটি টাকার সম্পত্তি দান করেছেন অমর সিং!

বাংলাহান্ট ডেস্কঃ মৃত্যুর পর RSS-এর (Rashtriya Swayamsevak Sangh) সাথে নামে জড়াল অমর সিং-এর (Amar Singh)। যা নিয়ে শোরগোল উঠেছে স্যোশাল মিডিয়ায়। শনিবার দুপুরে সিঙ্গাপুরের (Singapore) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবন সংগ্রামে মৃত্যুর কাছে হার মানলেন এই মহান রাজনৈতিক ব্যক্তিত্ব।

সমাজবাদী পার্টি ত্যাগ করেছিলেন
মুলায়ম সিং যাদবের ঘনিষ্ঠ ছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ২০১০ সালের জানুয়ারি মাসে সমাজবাদী পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজ্যসভার সদস্য এবং সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিং। পরবর্তীতে নিজের একটি পৃথক দল গড়লেও, তাতে খুব একটা সুবিধা লাভ করতে পারেননি তিনি।

চিকিৎসার কারণে গিয়েছিলেন সিঙ্গাপুরে
সম্প্রতি রাজ্যসভার সদস্য হওয়ার পর আবারও নিজস্ব মূর্তিতে রাজনীতিতে ফিরে আসার কোথাও হচ্ছিল তার। কিন্তু বিগত কয়েকমাস ধরে কিডনির সমস্যা দেখা দেওয়ায় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান তিনি। সেখানে গিয়েও রোজকারের মতো স্যোশাল মিডিয়ায় সমানভাবে অ্যাকটিভ ছিলেন তিনি।

টাইগার আভি ভি জিন্দা হ্যায়
কিছুদিন আগে একবার তার মৃত্যুর গুজব ওঠায় তখন তিনি ট্যুইট করেছিলেন, “টাইগার আভি ভি জিন্দা হ্যায়।” শনিবার সকালেও তিনি ট্যুইটের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী এবং শিক্ষাবিদ বাল গঙ্গাধর তিলকের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। কিন্তু বেলা গড়াতেই আবারও শারীরিক অবস্থার অবন্নতি হতে শুরু করে। শেষ রক্ষা আর হয় না।

আরএসএসকে দান করেছিলেন প্রচুর সম্পত্তি
অমর সিং-এর মৃত্যুর পর তার নানান ভালো কাজের বিষয়ে সামনে এসেছে। অমর সিং, উত্তরপ্রদেশের আজমগড়ের উন্নতির জন্যও অনেক সাহায্য করেছিলেন। সেইসঙ্গে তারা বাবা মারা যাওয়ার পর আজমগড়ের পৈতৃক সম্পত্তি আরএসএসকে দান করে গেছিলেন। এই সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ১৫ কোটি টাকা। সমস্ত জীবন আরএসএসের বিপক্ষে কাটিয়ে, শেষ জীবনে বিজেপিকে সমর্থন করেছিলেন। এই দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি বিজেপিতে যুক্ত হবে। এই ঘটনা নিয়ে স্যোশাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর