এই দিন থেকে বাংলায় শুরু হচ্ছে তুমূল বর্ষা, লাগাতার হবে বৃষ্টিপাত: জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গরম থেকে রেহাই মিলছে, রাজ্যে ঢুকতে চলেছে বর্ষা। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১১-১২ জুনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গের কিছু অংশে, জানিয়ে দিল আবহাওয়া দফতর। শুরু হবে লাগাতার বৃষ্টি।

কয়েকদিনে দিনেরবেলায় ভালোই গরম অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গে। তবে বিকেলের পর প্রায় রোজই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। এ বছর নির্দিষ্ট সময়ের কেরলে এসেছে বর্ষা।

অনুমান বাকি রাজ্যেও নির্ধারিত সময়েই ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আবহবিদদের অনেকের মতে এই বৃষ্টি মূলত প্রাক-বর্ষার বর্ষণ। তার ফলেই গতি বাড়বে মৌসুমী বায়ুর। সিকিম,  ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করবে বর্ষা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

সম্পর্কিত খবর