বিগ ব্রেকিং! আজ থেকেই রাজ্যে 59 টাকায় পেঁয়াজ! কোথায় পাওয়া যাবে? জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : যে ভাবে লাগাতার হারে শাকসবজি এবং ফলমূলের দাম বৃদ্ধি পেয়েছে তাতে সব্জি কিনতে নাভিশ্বাস হতে হচ্ছে আমজনতাকে। তাই তো বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে রাজ্য পুলিশকে সাত আট দিনের মধ্যে বাজার দর নিয়ম চড়ে আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যে সমস্ত অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিয়ে ফসল বিক্রি করছেন তাঁদের দিকেও নজর দিতে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সবজির পাশাপাশি আলু ও পেঁয়াজের দাম নিয়েও রাজ্যবাসীকে যে সমস্যায় পড়তে হচ্ছে সেই তথ্য তুলে ধরে পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রকে তোপ দেগেছেন তিনি। 25 টাকা কিলো দরে পেঁয়াজ দেওয়ার চুক্তি হলেও তা কোনও ভাবেই মানছে না বলে দাবি করেছিলেন। পাশাপাশি আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে সুফল বাংলায় কম দামে এই দুটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির কথা জানিয়েছিলেন মমতা।

তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শুক্রবার থেকেই সুফল বাংলার পুরনো টাকা কেজি দরে আলু ও 59 টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন আম জনতা। উল্লেখ্য, ফসলের দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার নবান্নে টাস্ক ফোর্স তৈরি করেছে রাজ্য সরকার। বুলবুলের প্রভাবে যেভাবে ফসলের ক্ষতি হয়েছে তাতে দাম দর বাড়বে এমনটাই সম্ভাবনা প্রকাশ করার পাশাপাশি

কিছু অসাধু ব্যবসায়ী বাজারে আলু ফুলকপির মতো একাধিক জিনিসের দাম বেশি নিচ্ছে তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজিকে।

সম্পর্কিত খবর