আজ থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন, আড়াইশোতম অধিবেশন গঠনমূলক আলোচনার ডাক নরেন্দ্র মোদীর

বাংলা হান্ট ডেস্ক : আজ অর্থাত্ সোমবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। যদিও শীতকালীন অধিবেশন নিয়ে কয়েক দিন আগে থেকেই একাধিক বিষয় আলোচনার গুঞ্জন উঠেছিল, এক দিকে জয়েন্ট এন্ট্রান্সে বাংলা ভাষার সংযোজন, অন্য দিকে নাগরিকত্ব সংশোধনী বিল সহ বেশ কয়েকটি প্রস্তাব রাখার বিষয়ে আগে থেকেই জানিয়ে দিয়েছে বিজেপি। তার আগে সংসদের আড়াইশো তম অধিবেশন গঠনমূলক আলোচনার ডাক দিলেন নরেন্দ্র মোদী।

যদিও রবিবার সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যপালকে নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি সংসদে রাজ্যপালের বিষয়ে উপস্থাপিত করার কথা জানানো হয়। তবে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে একেবারে তুমুল শোরগোলে বাঁধতে পারে লোকসভায়, শুধু নাগরিকত্ব সংশোধনী বিল নয় ই সিগারেট অর্ডিন্যান্স, করপোরেট কর কমানোর পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি বিল পাশ করানোর চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার।

   

তবে এ সবের পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে সংসদের দুই কক্ষের ব্যাপক হট্টগোল হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে, একই সঙ্গে সংসদে কাশ্মীর ইস্যু নিয়েও বিরোধীরা গোল বাঁধাতে পারে বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর