পয়লা এপ্রিলে এক ধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম, জেনে নিন আপনার শহরের রেট

বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাসের (LPG Gas) দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গ্যাসের দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি পায় মার্চ মাসের শুরুতেই। তবে নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। দাম কমতে চলেছে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ও রান্নার কাজে ব্যবহৃত LPG এবং শিল্পে ব্যবহৃত RSP- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারেরই।

জানা গিয়েছে, প্রায় ৯০ টাকা দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারে (Commercial Cylinder) গ্যাসের। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজির নতুন দাম দাঁড়িয়েছে ২১৩২ টাকা। বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলি সূত্রের খবর, ১লা এপ্রিল মধ্যরাত থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লিতে ২০২৮ টাকা। ২১৩২ টাকায় এই সিলিন্ডার মিলছে কলকাতায়। মুম্বাই ও চেন্নাইতে যথাক্রমে ১৯৮০ ও ২১৯২.৫০ টাকা।

কলকাতায় এর আগে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,২১৫ টাকা। কেন্দ্রীয় সরকার অনেক আগেই ঘোষণা করেছিল, ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে আরও এক বছর বাড়ানো হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকির মেয়াদ। এই প্রকল্পের মধ্যে গরিব ও বঞ্চিত পরিবারগুলোকে সিলিন্ডার পিছু দেওয়া হয় ২০০ টাকা করে।

Liquified Petroleum Gas,Cylinder,Cylinder Price,Commercial Cylinder,Price Reduction,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও কোন ধরনের মূল্যের পরিবর্তন হয়নি ডোমেস্টিক এলপিজিতে। কলকাতায় ১১২৯ টাকায় ১৪.২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে। তেল সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। সেইমতো এপ্রিল শুরু হওয়ার আগেই গ্যাসের দাম নির্ধারণ করলো সংস্থাগুলি। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা হলেও কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর