অযোধ্যা মামলার রায় ঘোষণা :গুজব ছড়াবেন না, আর্জি ফুরফুরা শরিফের

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার দীর্ঘ কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার রায়দানের দিন ঘোষণা করা হয়, এর পর শুক্রবার গোটা অযোধ্যা জুড়ে নিরাপত্তা বাহিনী আঁটো সাটো করার পরকরার পর, দেশজুড়ে নিরাপত্তা জারি করা হয়েছিল৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে টুইট করে দেশবাসীকে অযোধ্যার রায়ে কারও জয় বা কারও পরাজয় হবে না বলে কোনো রকম মন্তব্য না করার আর্জি জানিয়েছিলেন পাশাপাশি দেশে সভায় ও শান্তি অটুট রাখার বার্তা দিয়েছিলেন৷

এ বার শনিবার সুপ্রিম কোর্টের রায়দানের পর দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষজনকে শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে গুজব না ছড়ানোর অনুমতি জানালেন পীরদাজা ত্বহা সিদ্দিকি৷ শনিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় লিখিত বার্তা দিয়ে দেশবাসীর উদ্দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন ফুরফুরা শরিফ৷

একটি বিবৃতি দিয়েই তিনি জানিয়েছেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরিফ মজাদেদিয়া অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি বহু প্রতীক্ষিত বাবরি মসজিদের রায় হলো আজ৷ এই রায় নিয়ে কেউ বিভেদ অশান্তি করবেন না৷ একই সঙ্গে ওই বিবৃতিতে তিনি ভারতের চিরাচরিত যে নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান ঐতিহ্যের মাঝে মহামিলন বজায় রাখার বার্তাও দিয়েছেন৷

এমনকি কোনও গুজবে কান না দেওয়া এবং গুজব না রটানোর পরামর্শও দিয়েছেন৷ যদিও এখানেই তিনি থেমে থাকেননি আরও এক কদম এগিয়ে বিভিন্ন শ্রেণির রাজনৈতিক নেতারা বিভেদ সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করবে তাই তাদের কথায় কর্ণপাত না করার আর্জি জানিয়েছেন৷ পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে এক হয়ে থাকার বার্তা দিয়েছেন তিনি৷

উল্লেখ্য অযোধ্যা মামলার রায়দানের অনেক আগে থেকেই অযোধ্যা জেলা প্রশাসনের তরফে সামাজিক মাধ্যমে কোনো রকম উসকানিমূলক বা উত্তেজনা মূলক শেয়ারে কমেন্ট বা শেয়ার করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ একই সঙ্গে নিরাপত্তা বাহিনী আঁটোসাঁটো করা হয়েছিল৷

সম্পর্কিত খবর