পলাশিতে ২ বছর ধরে মুখ থুবড়ে পড়ে আছে গান্ধী মূর্তি, সারানোর উদ্যোগ নেই প্রশাসনের

আজ ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর (Mahatma gandhi) জন্মদিন। জাতির জনকের জন্মদিনে শ্রদ্ধাভরেই দেশ তার অবদানের কথা স্বীকার করছে। ফুল – মালায় ঢেকে গিয়েছে দেশের নানা প্রান্তের গান্ধী মূর্তি। বাংলাতেও নানা জায়গায় সাড়ম্বরে গান্ধী জয়ন্তী পালন হলেও আজ প্রায় ২ বছর ধরে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে নদীয়ার পলাশির গুরুত্বপূর্ণ মোড়ে থাকা এক গান্ধীমূর্তি। সাড়ানোর উদ্যোগ নেই প্রশাসনের।

Screen Shot 2020 10 02 at 3.06.50 PM

নদীয়া জেলার এক ঐতিহাসিক শহর পলাশি, সেখানেই এক পার্কে রয়েছে ভাঙা এই গান্ধী মূর্তি। আগাছায় ভরে গিয়েছে সেই মূর্তির বেদী। জানা যাচ্ছে, পলাশির ব্যাস্ততম এলাকা কালীগঞ্জ পলাশী বাজারের অরবিন্দ মোড়ের এক কোনে ২ বছর ধরে পড়ে আছে এই মূর্তিটি।

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করার জন্য এই মূর্তিটি স্থানান্তর করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময়েই ঠিকাদারী সংস্থার ভুলে ভেঙে যায় মূর্তিটি। জানা যাচ্ছে, ক্রেন দিয়ে মূর্তিটি সরাতে গিয়ে তা ভেঙে ফেলে ঠিকাদারি সংস্থার কর্মীরা।

এর পর থেকে কেটে গিয়েছে ২ বছর। ঠিকাদারি সংস্থা তো দূরের কথা মূর্তিটি সারানোর উদ্যোগ নেয় নি স্থানীয় প্রশাসনও। এলাকার মানুষজনের মধ্যে এই বিষয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

সম্পর্কিত খবর