জল দূষণ রুখতে গণেশ চতুর্থীকে কেন্দ্র করে বড়ো উদ্যোগ সরকারের, বাজারে মিলবে গোবরের তৈরি গণেশ

আগামী ২২ শে আগস্ট গণপতি চতুর্থীতে যদি গোবরের তৈরি গণেশ আসে তাহলে কি বলবেন? গোময় গণেশ অভিযানের আওতায় জাতীয় কামধেনু কমিশন সাধারণ মানুষকে গোবর দিয়ে তৈরি গণেশের মূর্তি পুজো করার অনুরোধ করেছেন। গোবর দিয়ে তৈরি গণেশের মূর্তি বাজার থেকে সরাসরি কিনতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

করতে পারবেন অনলাইন অর্ডার

এমনকি অনলাইন অর্ডার দিয়েও গোবরের তৈরি গণেশ কিনতে পারা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী জুন মাসে গণেশ উৎসবকে পরিবেশবান্ধব করার জন্য বলেছিলেন। সেই থেকে জাতীয় কামধেনু কমিশন বিষয়টিকে চ্যালেঞ্জের মতো করে নিয়েছিল।

কমবে পরিবেশ দূষণ

জাতীয় কামধেনু কমিশনের চেয়ারম্যান বল্লাদ ভাই কাঠিরিয়া বলেছেন, প্রতিবছর গণেশ বিসর্জনের সময় পানীয় জল ব্যাপকভাবে দূষিত হয়। কারণ বেশিরভাগ মূর্তি প্লাস্টার অফ প্যারিসের তৈরি হয়।

উনি আরো বলেছেন, করোনা পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত গোশালাগুলিকেও আত্মনির্ভর হতে সাহায্য করবে। জাতীয় কামধেনু কমিশন জানিয়েছে, যারা বাড়িতে বসে মূর্তি বানাতে চাই তাদেরকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কমিশনের টীম সাহায্য করবে। কমিশনের দাবি, গোবর দিয়ে তৈরি গনেশকে নদী, ছোট পুকুরে ভাসান করা যাবে এতে পরিবেশ দূষণ হবে না।

উৎসাহিত গণপতি ভক্তরা

জানিয়ে দি, হিন্দুরা গোবরের তৈরি দ্রব্যকে পুজোর জন্য শুদ্ধ ও পবিত্র মনে করে। যার কারণে গোবরের তৈরি গণেশ নিয়ে গণপতিভক্তদের মধ্যে উৎসাহ বেশ ভালোই রয়েছে। এর আগেও বাজারে গোবরের তৈরি গণেশ পাওয়া যেত। তবে তার সংখ্যা খুবই কম ছিল, মনে করা হচ্ছে এ বছর গোবরের তৈরি গণেশ সম্পূর্ণ বাজার দখল করবে।

সম্পর্কিত খবর