টাইমলাইনবিনোদন

‘মিঠাই’কে টেক্কা দেওয়ার স্বপ্ন, ‘জগদ্ধাত্রী’র কাছেই হেরে ভূত হয়ে বিদায় ‘গাঁটছড়া’র

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchhora)। বছর দুয়েক আগে তিন বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল যে মেগা সিরিয়াল, শেষমেষ তার সমাপ্তি ঘটতে চলেছে। বছরের শুরুতেই একসঙ্গে একগুচ্ছ সিরিয়াল শেষ হচ্ছে জলসায়, যার মধ্যে অন্যতম গাঁটছড়া। তার বদলে নাকি জায়গা করে নেবে ‘বালিঝড়’।

চার চারটি সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে স্টার জলসায়। মেয়েবেলা, বালিঝড়, রামপ্রসাদ এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এতগুলো সিরিয়ালকে জায়গা করে দেওয়ার জন্য পুরনোদেরই তো সরতে হবে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায় অভিনীত ‘বালিঝড়’ জায়গা পাবে প্রাইম টাইমে। তার জন্য গাঁটছড়ার স্লটটাই নাকি ছেড়ে দিতে হবে বলে খবর।

গাঁটছড়া,সিরিয়াল,স্টার জলসা,মিঠাই,টিআরপি,gantchhora,star jalsha,mithai,trp

টেলিপাড়া সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে শেষ হতে চলেছে গাঁটছড়া। গুঞ্জন যখন তুঙ্গে তখন সংবাদ মাধ্যমের তরফেও একই প্রশ্ন রাখা হয়েছিল খড়ি ওরফে শোলাঙ্কির কাছে। তিনি অবশ্য জানিয়েছেন, সিরিয়াল শেষ হওয়ার কোনো খবর তাঁর কাছে নেই। তবে তিনি এও জানিয়ে রেখেছেন, শেষ মুহূর্তে হঠাৎ করেই সিরিয়াল বন্ধের খবর জানতে পারেন খোদ অভিনেতা অভিনেত্রীরাই। তাই আগে থেকে কিছু বলা সম্ভব নয়।

২০২১ সালে শুরু হয়েছিল অ্যাক্রোপলিস প্রযোজনা সংস্থার সিরিয়াল গাঁটছড়া। খড়ি, দ্যুতি, বনি তিন বোনের সঙ্গে ঋদ্ধি, রাহুল, কুণাল তিন ভাইয়ের রসায়ন দ্রুত দর্শকদের নজর কেড়ে নিয়েছিল। সে সময়ে অনেকেই দাবি করেছিলেন, জি বাংলার সে সময়কার বেঙ্গল টপার ‘মিঠাই’কে টপকে যাবে এই সিরিয়াল। বাংলা সেরা হয়েওছিল গাঁটছড়া।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমেছে টিআরপি। উপরন্তু জগদ্ধাত্রীর দাপটে স্লট লিডার তো দূর, সেরা পাঁচেও জায়গা করতে পারছে না গাঁটছড়া। সেই কারণেই নাকি সিরিয়াল শেষের সিদ্ধান্ত। ইতিমধ্যেই শেষ হয়েছে সাহেবের চিঠি, শুরু হয়েছে মেয়েবেলা। বালিঝড় এর শুটিংও নাকি চলছে চুটিয়ে। গাঁটছড়ার শেষ পরিণতি কী হয় সেটাই দেখার।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker