বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপ আগামী ৫ বছরে এনার্জি ট্রানজিশান সেক্টরে ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি বড় পরিকল্পনার ঘোষণা করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, IIT (ISM) ধানবাদের ১০০ তম বার্ষিকী উদযাপনে গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) এই বিষয়টি নিজে উপস্থাপিত করেছেন। গৌতম আদানি পড়ুয়াদের বলেন যে, ‘আপনার এমন এক সময়ে আপনাদের কর্মজীবন শুরু করবেন যখন গ্রিন এনার্জি বিশ্বের বৃহত্তম শিল্পে পরিণত হতে চলেছে। এই শিল্প গ্রিন স্টিল থেকে হাইড্রোজেনের মতো প্রতিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে। এই কারণেই আদানি গ্রুপ এই সেক্টরে এত বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে।’
কী জানিয়েছেন গৌতম আদানি (Gautam Adani):
তিনি বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে সস্তা গ্রিন ইলেকট্রন সরবরাহের দিকে এগিয়ে চলেছি।” এই লক্ষ্যে, কোম্পানিটি গুজরাটের খাভদায় বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করছে। যা ৫২০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত হবে। ২০৩০ সালের মধ্যে পূর্ণ ক্ষমতায় এলে, পার্কটি ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। যা প্রতি বছর ৬ কোটিরও বেশি ভারতীয় বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট।

ভারত বিদ্যুতের তৃতীয় বৃহত্তম ব্যবহারকারী: গৌতম আদানি উল্লেখ করেছেন যে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুতের ব্যবহারকারী। তবে, মাথাপিছু খরচ বার্ষিক ১,৪০০ কিলোওয়াট-ঘন্টারও কম। এর অর্থ হল, গড়ে প্রত্যেক ভারতীয় খুব কম বিদ্যুৎ ব্যবহার করে। তিনি আরও উল্লেখ করেন যে, গত ২০০ বছরে, বিশ্বের মোট কার্বন নির্গমনের মাত্র ৪ শতাংশ অবদান রেখেছে ভারত। এই পরিসংখ্যানে তুলনামূলকভাবে ইউরোপের অবদান ১৩ শতাংশ, আমেরিকার ১৯ শতাংশ এবং চিনের ২০ শতাংশ।
আরও পড়ুন: ক্ষতি হয়েছে ৫.৫ লক্ষ কোটি! টাটা গ্রুপের এই কোম্পানিগুলি ২০২৫-এ পেয়েছে বড় ধাক্কা
আদানি IIT ধানবাদের জন্য ২ টি নতুন উদ্যোগের ঘোষণা করেছেন: জানিয়ে রাখি যে, গৌতম আদানি IIT (ISM) ধানবাদের জন্য ২ টি নতুন উদ্যোগও ঘোষণা করেছেন। প্রথম উদ্যোগটি হল আদানি বার্ষিক ইন্টার্নশিপ। এটির মাধ্যমে প্রতি বছর তৃতীয় বর্ষের ৫০ জন শিক্ষার্থী পেড ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আদানি আরও বলেন যে, এই ইন্টার্নদের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশের কাছে পূর্বেই চাকরির অফার থাকবে। এর মানে হল যে, কিছু শিক্ষার্থীর জন্য, এই ইন্টার্নশিপ একটি নিশ্চিত কেরিয়ারের পথ হয়ে উঠতে পারে। আদানির আরেকটি বড় উদ্যোগ হল IIT (ISM) ধানবাদের জন্য আদানি 3S মাইনিং এক্সিলেন্স সেন্টারের ঘোষণা। যা TEXMiN-এর সহযোগিতায় কাজ করবে।
আরও পড়ুন: ২০২৬-এর ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? রাখঢাক না রেখে সংসদে কী জানাল সরকার?
আদানি এটিকে এমন একটি ইকোসিস্টেম হিসেবে বর্ণনা করেছেন যা প্রযুক্তি, রেসপন্সিবল মাইনিং এবং নতুন নতুন ইনোভেশনের সমন্বয় ঘটায়। এতে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য মেটাভার্স ল্যাব অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, ড্রোন, সিসমিক সেন্সিং এবং প্রিসিশন ব্লাস্টিংয়ের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে।












